বাংলা নিউজ > ঘরে বাইরে > Himanta Biswa Sarma: 'ওই পাক নাগরিক ১৮ বার এসেছিলেন ভারতে,' গৌরবের স্ত্রী ইস্যুতে বিস্ফোরক হিমন্ত
পরবর্তী খবর
Himanta Biswa Sarma: 'ওই পাক নাগরিক ১৮ বার এসেছিলেন ভারতে,' গৌরবের স্ত্রী ইস্যুতে বিস্ফোরক হিমন্ত
1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2025, 10:56 PM ISTSatyen Pal
সোমবার অসম পুলিশ পাক নাগরিক আলি তাউকির শেখ ও অজানা কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করে। স্পেশাল ইনভেসটিগেশন টিম তৈরি করা হয়েছে ঘটনার তদন্তে। তাতে চারজন সিনিয়র পুলিশ আধিকারিক রয়েছেন।
কংগ্রেস এমপি গৌরব গগৈ ও তাঁর স্ত্রী এলিজাবেথ ক্লেয়ার গগৈ। (File Photo- X/Gaurav Gogoi)
উৎপল পরাশর
একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, পাকিস্তানের ওই নাগরিক যার বিরুদ্ধে রাজ্য পুলিশ মামলা করেছে ভারত বিরোধী কাজের অভিযোগে তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ১৮ বার ভারতে এসেছিলেন।
রাজ্যপালের ভাষণের পরে বাজেট সেশনে অসমের মুখ্য়মন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে অত্যন্ত চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। এটা কংগ্রেসের কাছে ভয়াবহ হতে পারে।
সোমবার অসম পুলিশ পাক নাগরিক আলি তাউকির শেখ ও অজানা কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করে। স্পেশাল ইনভেসটিগেশন টিম তৈরি করা হয়েছে ঘটনার তদন্তে। তাতে চারজন সিনিয়র পুলিশ আধিকারিক রয়েছেন।
অসম মন্ত্রিসভা রবিবার রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল শেখের বিরুদ্ধে মামলা করার জন্য়। কংগ্রেস এমপি গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথের সঙ্গে তার যোগ ছিল দাবি করা হচ্ছে। তবে এর জেরে ভারতের জাতীয় সুরক্ষা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছে কি না সেটা দেখা হচ্ছে।
হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, SIT তৈরির দুদিনের মধ্য়ে দেখা গিয়েছে শেখ ২০১০ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত শেখ অন্তত ১৮বার ভারতে এসেছিলেন। আমরা শীঘ্রই জানব কে তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কার আতিথেয়তায়, ওই সময়গুলিতে তিনি ভারতে কী করলেন।