এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, ওই বছর অন্য রাজ্যের তুলনায় মধ্যপ্রদেশে চার্জশিট দাখিলের হার সবচেয়ে বেশি ছিল। যদিও রাজ্য পুলিশ জাতিগত অপরাধ রোধ করতে পারেনি। তারা মামলা নথিভুক্ত, অভিযুক্তদের গ্রেফতার এবং চার্জশিট দাখিল করতে অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে ছিল।
মধ্যপ্রদেশে দলিলের বিরুদ্ধে অপরাধ সবচেয়ে বেশি।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দলিতদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ সালে এই রাজ্যে দলিতদের বিরুদ্ধে অপরাধ সবচেয়ে বেশি সংঘটিত হয়েছে। ২০২০ সালেও দলিতদের বিরুদ্ধে অপরাধের ভিত্তিতে শীর্ষে ছিল এই রাজ্য। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে এই রাজ্যে দলিতদের বিরুদ্ধে ৭ হাজারের বেশি অপরাধের ঘটনা ঘটেছে।
এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, ওই বছর অন্য রাজ্যের তুলনায় মধ্যপ্রদেশে চার্জশিট দাখিলের হার সবচেয়ে বেশি ছিল। যদিও রাজ্য পুলিশ জাতিগত অপরাধ রোধ করতে পারেনি। তারা মামলা নথিভুক্ত, অভিযুক্তদের গ্রেফতার এবং চার্জশিট দাখিল করতে অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে ছিল। এই মামলাগুলি মূলত ১৯৮৯ সালের অধীনে তফসিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে নথিভুক্ত করা হয়েছে। প্রতি এক লক্ষ দলিতের মধ্যে নির্যাতনের হারের দিক থেকে সব থেকে এগিয়ে মধ্যপ্রদেশ।
এনসিআরবির রিপোর্টে দেখা গিয়েছে, ২০২১ সালে প্রতি ঘণ্টায় ভারতে দলিতদের বিরুদ্ধে ছয়টি অপরাধ নথিভুক্ত হয়েছে। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী দলিতদের বিরুদ্ধে ৫০,২৯১টি মামলা নথিভুক্ত হয়েছিল। ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯০০ টি। মধ্যপ্রদেশে এই সংখ্যা ৭২১৪। এসসি, এসটিদের বিরুদ্ধে নৃশংসতা প্রতিরোধ আইনে জাতীয় স্তরে মামলার সংখ্যা জাতীয় ৪৫, ৪১০টি। শুধু মধ্যপ্রদেশেই ছিল ৭,২১২টি। গোটা দেশের ২০২১ সালে এসসিদের উপর হামলার ক্ষেত্রে অপরাধের হার ছিল ২৫.৩ শতাংশ। সেখানে মধ্যপ্রদেশে অপরাধের নিরিখে এই গড় ছিল ৬৩.৬ শতাংশ। ২০২০ সালে ছিল ৬০.৮ শতাংশ। তবে দলিতদের ওপর অত্যাচারের নিরিখে রাজস্থানে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০১৯ সালে অবশ্য শীর্ষে ছিল রাজস্থান। অর্থাৎ সেখানে দলিতদের ওপর অত্যাচার কমেছে।