ছাত্রদের নতুন দলে যোগদানের জন্য সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টার পদে ছিলেন নাহিদ। এহেন নাহিদ এবর নিজের সম্পত্তির খতিয়ান দিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট করে নাহিদ দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না। এদিকে সম্প্রতি দাবি করা হয়েছিল, বাইন্যান্স অ্যাকাউন্টে নাহিদের নামে রয়েছে কয়েকশো কোটি টাকার বিটকয়েন। তবে নিজের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাহিদ। সোনালী ব্যাঙ্কের পাসবইয়ের স্ট্যাটমেন্ট তুলে ধরেছেন নাহিদ। (আরও পড়ুন: মমতাকে নিয়ে ঠাট্টা করায় ব্যক্তির নামে ২০২২-এ হয় মামলা, 'ব্যর্থ' পুলিশকে HC বলল…)
আরও পড়ুন: 'এক দুই তিন চার, সব *** বাটপাড়', যাঁরা ইউনুসকে গদিতে বসালেন, তাঁরাই এখন রাস্তায়
আরও পড়ুন: গোল্ড কার্ড প্ল্যানে এবার ভারতীয়দের চাকরি দিতে পারবে মার্কিন সংস্থাগুলি: ট্রাম্প
২০২৪ সালের ২১ অগস্ট থেকে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের যে হিসাব নাহিদ তুলে ধরেছেন, তাতে দাবি করা হয়েছে, এই কয়েক মাসে তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা। এবং তোলা হয়েছে ৯ লাখ ৯৬ হাজার ১৮৮ টাকা। নাহিদ দাবি করেছেন, সোনালী ব্যাঙ্কের এই অ্যাকাউন্ট ছাড়া তাঁর আর কোনও অ্যাকাউন্ট নেই। এদিকে তিনি আরও দাবি করেন, উপদেষ্টা থাকাকালীন তাঁর বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে বাংলাদেশের কোথাও কোনও জমি বা ফ্ল্যাট কেনা হয়নি। এদিকে নাহিদ আরও জানান, তাঁর ব্যক্তিগত সচিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ৩৬,০২৮ টাকা। (আরও পড়ুন: বৈঠক BSF-এর সাথে, ক'দিন আগেই ভারতের ৫ কিমি এলাকা দাবি করা BGB এখন বলছে...)
আরও পড়ুন: 'জ্ঞান দেওয়ার অবস্থায় নেই…', পাকিস্তানের ভণ্ডামি নিয়ে UNHRC-তে তোপ ভারতের
আরও পড়ুন: শিবরাত্রিতে আমিষ খাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ে মারামারি,ছাত্রীর চুলের মুঠি ধরে টান
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রৈজনিতক দল তৈরির করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এই আবহে হাসিনা বিরোধী এই দলকে নিয়ে কৌতুহল আছে সবারই মনে। এর আগে বিএনপি চাইছিল, সরকারে থেকে যেন এই ছাত্র নেতারা দল না গঠন করেন। এই আবহে নাহিদ সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া দলের আহ্বায়ক হতে পারেন নাহিদ। এদিকে দলের দ্বিতীয় শীর্ষ পদে তিনজনের নাম নিয়ে জল্পনা চলছে - জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারি, সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম। এদিকে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এখনও দলে যোগ দেবেন না।