হিংসায় বিধ্বস্ত মণিপুর। তার মধ্য়েই সামনে এল উদ্বেগের আরও ছবি। একটি ভিডিয়ো সম্প্রতি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দুজন মহিলা একেবারে নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছেন। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। এক আদিবাসী সংগঠনের দাবি, ওই দুই মহিলাকে মাঠের মধ্যে গণধর্ষণ করা হয়েছে।
ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলার ঘটনা। দাবি আইটিএলএফের। এনডিটিভির প্রতিবেদন অনুসারে খবর। কুকি উপজাতির নেতৃত্বে রয়েছে আইটিএলএফ। তাদের দাবি, ওই দুই মহিলা কুকি জো উপজাতির। একটি বিবৃতিতে সংগঠন জানিয়েছে, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দুজন কুকি জো আদিবাসী মহিলাকে নগ্ন অবস্থায় হাঁটানো হচ্ছে। মৈতেয়ীরা এই কাজ করেছে। এটা ৪ মের ঘটনা। এই ঘটনাই প্রমাণ করছে কীভাবে মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা জাতীয় মহিলা কমিশন ও ন্যাশানাল কমিশন ফর সিডিউলড ট্রাইবের কাছে আবেদন করেছে। তবে মণিপুর পুলিশ টুইট করে জানিয়েছে, ৪ মের ওই ঘটনায় গণধর্ষণ, অপহরণের মামলা শুরু হয়েছে। দোষীদের গ্রেফতার করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।
এফআইআরে বলা হয়েছে, ৪ মে এক পরিবারের ৫ সদস্য আতঙ্কে বনে লুকিয়ে পড়েছিলেন। পুলিশ তাদের উদ্ধার করে। কিন্তু পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর তিনজন নারীকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। ২১ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান। ২১ জুন অভিযোগ দায়ের করা হয় পুলিশে।
এদিকে মণিপুর হিংসার ঘটনায় ইতিমধ্য়েই গোটা দেশজুড়ে শোরগোল। বিভিন্ন সংগঠনের তরফে এনিয়ে তীব্র নিন্দা করা হয়েছে।
অন্যদিকে হিংসা কবলিত মণিপুরে দুদিনের সফরে তৃণমূলের টিম। তৃণমূলের পাঁচ সদস্যের টিম এই সফরে গিয়েছেন। তার মধ্য়ে দোলা সেন, সুচিস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় রয়েছেন। তবে এদিন ডেরেক ও ব্রায়েন ত্রাণ শিবিরে যেতে পারেননি। কারণ দিল্লির অল পার্টির মিটিংয়ে তাঁকে চলে আসতে হয়।
চূড়াচন্দপুর থেকে ফিরে তৃণমূলের প্রতিনিধিদল সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন। দোলা সেন বলেন, রাজ্যপালের কাছে আমরা অনুরোধ করেছি এব্যাপারে এবার ব্যবস্থা নিন। পরিস্থিতি স্বাভাবিক করুন। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, আগামী বাদল অধিবেশনে আমরা মণিপুরের হিংসার প্রসঙ্গ তুলব। বৃহস্পতিবার তাঁরা মণিপুর থেকে ফিরবেন।
এদিকে সেই মে মাসের প্রথম থেকে মণিপুরে হিংসার সূত্রপাত। ভয়াবহ পরিস্থিতি মণিপুরে। একের পর এক মানুষের মৃত্যু। এমনকী দুই মহিলার নগ্ন অবস্থায় হেঁটে যাওয়ার ছবিও এবার সামনে এসেছে। নারীর চরম অবমাননা। এনিয়ে চাপানউতোর তুঙ্গে।
তবে বিরোধীদের দাবি, পঞ্চায়েত ভোটে ভয়াবহ হিংসা হয়েছে বাংলায়। একের পর এক মানুষের মৃত্যু। আর সেই বাংলার শাসকদল যাচ্ছে মণিপুরে। এটা তাদের মানায় না।