নির্বাচনী মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে! যদিও কিছুক্ষণ পরই নিজেকে সামলে নেন প্রবীণ এই রাজনীতিক। নিজের মন্তব্যে বুঝিয়ে এত সহজে কাহিল হওয়ার মানুষ তিনি নন!
কী ঘটেছিল?
১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন চলছে। সেই উপলক্ষেই রবিবার নির্বাচনী প্রচারে যোগ দেন খাড়গে। এদিন জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার জসরোটায় জনসভা করেন তিনি।
সভামঞ্চে খাড়গে যখন বক্তৃতা করছিলেন, সেই সময়ে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। পরে অবশ্য দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, তাদের সভাপতি ভালো আছেন, স্থিতিশীল রয়েছেন।
কাঠুয়া জেলাতেই সন্ত্রাসবাদী হামলার বলি হয়েছিলেন পুলিশের এক হেড কনস্টেবল। সেই হামলায় অন্য দুই পুলিশকর্মী জখমও হন। যদিও হামলার পালটা জবাব দিয়ে ওই জঙ্গিকেও নিকেশ করে পুলিশবাহিনী।
এদিনের সভামঞ্চে সেই ঘটনায় শহিদ পুলিশকর্মীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন খাড়গে। ঠিক সেই সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে সংবাদ সংস্থা পিটিআই-কে কংগ্রেস নেতা গুলাম আমহমেদ মীর বলেন, 'সভা চলাকালীন ওঁর অস্বস্তি বোধ হচ্ছিল এবং সেইসঙ্গে মাথাও ঘুরছিল। দলের অন্যরা সেই সময় ওঁর দিকে চেয়ার এগিয়ে দেন।'
এই ঘটনার পরও খাড়গে তাঁর বক্তৃতা প্রত্য়াহার করেননি। বেশ কিছুটা পর ভাষণ দিতে মঞ্চে উঠে দাঁড়ান তিনি। উপস্থিত জনতার উদ্দেশে জানান, তাঁর শরীর একেবারে ঠিক আছে। তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন এবং কোনও সমস্যা হচ্ছে না।
'...আমি এত তাড়াতাড়ি মরব না।'
এরপরই খাড়গে বলেন, 'আমার বয়স ৮৩ বছর। আমি এত তাড়াতাড়ি মরব না।'
এমনকী নিজের অসুস্থতা নিয়েও প্রধানমন্ত্রী মোদীকে রাজনৈতিক আক্রমণ করতে ছাড়েননি এই প্রবীণ কংগ্রেস নেতা। তাঁকে বলতে শোনা যায়, 'যতক্ষণ না মোদীকে ওঁর গদি থেকে সরাচ্ছি, আমি বেঁচে থাকব।'
উল্লেখ্য, স্থানীয় বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থীকে সমর্থন জানাতে এবং তাঁর সমর্থনে নির্বাচনী প্রচার সারতেই জসরোটা সফরে আসেন খাড়গে।
কী কারণে মল্লিকার্জুন খাড়গে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন?
এই ঘটনার পর পরবর্তীতে খাড়গের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে সকলকে আশ্বস্ত করেন তাঁর ছেলে প্রিয়ঙ্ক খাড়গে।
কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে সোশাল মিডিয়ায় জানান, 'জম্মু ও কাশ্মীরের জসটোরায় আয়োজিত একটি নির্বাচনী জনসভা চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামান্য অসুস্থতা বোধ করেছিলেন। তাঁকে সংশ্লিষ্ট মেডিক্যাল টিমের সদস্যরা পরীক্ষা করেছেন। তাঁর রক্তচাপ কিছুটা কম আছে। এটুকু বাদ দিলে তিনি একেবারে সুস্থ আছেন।'