Kisan Credit Card: মাত্র ৪%হারে ৫ লাখ পর্যন্ত পাওয়া যাবে ঋণ, জানুন কেন্দ্রের এই স্কিমের বিশদ, লাভবান হবেন কারা?
Updated: 04 Sep 2022, 03:54 PM IST Abhijit Chowdhury 04 Sep 2022 kisan credit card, pm kisan samman nidhi, loan, central government, farmer, কৃষক, কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ সম্মান নিধিকৃষকদের জন্য সরকার অনেক নতুন নতুন পরিকল্পনা এনেছে বিগত কয়েক বছরে। এরকম একটি প্রকল্প হল কিষাণ ক্রেডিট কার্ড। কৃষকদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের কম সুদের হারে ঋণ দেওয়া হয়ে থাকে। এই স্কিমের বিশেষত্ব হল ১.৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ কোনও গ্যারান্টি ছাড়াই পাওয়া যায়। এখন এই প্রকল্পটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সাথেও যুক্ত হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি