পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিমানের মধ্যেই মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীর। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ক্যান্টাস এয়ারওয়েজের একটি বিমানে। জানা যায়, বিমানটি উড়ান শুরু করার ঠিক আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তা দেখে সেখানে তড়িঘড়ি ছুটে আসেন বিমান কর্মীরা। জরুরী ভিত্তিতে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। ওই তরুণীর নাম মনপ্রীত কৌর (২৪)।
আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে রহস্যময় গন্ধে অসুস্থ পর পর বিমানকর্মী! শুরু তদন্ত, কোথায় ঘটল?
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২০ জুন। অস্ট্রেলিয়া থেকে ভারতে নিজের বাড়িতে ফেরার কথা ছিল তরুণীর। সেই উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় বিমান বন্দরে রওনা দিয়েছিলেন। কিন্তু, বিমানে ওঠার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে কোনওভাবে নিজেকে সামলে তিনি বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এরপর বিমানে উঠে সিট বেল্ট লাগাতে গেলেই তিনি নিচে পড়ে যান। তখন তড়িঘড়ি সেখানে ছুটে আসেন বিমান কর্মীরা। কিন্তু, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, যে মনপ্রীত একজন শেফ হতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যে ২০২০ সালের মার্চ মাসে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় সেখানে থাকার পর তিনি প্রথমবার ভারতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তিনি শেফ নিয়ে পড়াশোনা করার সময় অস্ট্রেলিয়া পোস্টে কাজ করতেন। আরও জানা যায়, তিনি যক্ষ্মায় আক্রান্ত ছিলেন।ইতিমধ্যেই মনপ্রীতের বন্ধুরা তার পরিবারের জন্য অর্থ সংগ্রহের জন্য তহবিল চালু করেছেন। একটি ওয়েবসাইটের মাধ্যমে সেই অর্থ সংগ্রহ করা হচ্ছে। এখনও পর্যন্ত সেই ওয়েবসাইটটি ৩১ হাজার ৩৪৭ ডলার মনপ্রীতের পরিবারের জন্য সংগ্রহ করতে পেরেছে।
গুরুদীপ গ্রেওয়াল নামে মনপ্রীতের এক বন্ধু এই তহবিল সংগ্রহ করছেন। তিনি ওয়েবসাইটে লিখেছেন, ‘মনপ্রীতের জন্য আমি তহবিল সংগ্রহ করছি। সে আমার গ্রামের মেয়ে। বাড়ি যাচ্ছিল। মেলবোর্ন বিমানবন্দরে ইরানের সময় বিমানে তাঁর মৃত্যু হয়। মনপ্রীত খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের জীবনে এমন শূন্যতা রেখে গেলেন যা কখনও পূরণ হওয়ার নয়। আমরা তাঁর মৃত্যুতে শোকাহত। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এবং প্রয়োজনের সময়ে তাঁর পরিবারের পাশে থাকার জন্য অর্থ সংগ্রহ করছি।’