এই বছরে সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং। বৃহস্পতিবার সুইডেনের নোবেল কমিটির তরফে এই সম্মানের কথা ঘোষণা করা হয়েছে।
শুধু দক্ষিণ কোরিয়ারই নয়, বর্তমান যুগে গোটা এশিয়ারই অন্যতম নামজাদা সাহিত্যিক হান। তাঁর এই সম্মান দক্ষিণ কোরিয়ার সাহিত্যের স্বীকৃতির ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই।
তাঁকে এই সম্মান দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, ‘তাঁর তীব্র কাব্যিক গদ্য রচনা ইতিহাস থেকে প্রাপ্ত ভয় এবং মানুষের ভঙ্গুরতার মুখোমুখি দাঁড় করায়।’ সেই কারণেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সি এই সাহিত্যিক ৩০ বছরেরও বেশি সময় ধরে সাহিত্য চর্চা করে আসছেন। সাহিত্যে তাঁর অবদানের জন্যই তাঁকে এই স্বীকৃতি প্রদান।
এর আগেও হান কাং বেশ কয়েকটি আন্তর্জাতিক স্তরের পুরস্কার পেয়েছেন। ২০১৬ সালে তিনি তাঁর উপন্যাস ‘দ্য ভেজেটারিয়ান’-এর জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। ‘দ্য ভেজেটারিয়ান’-ই হল তাঁর প্রথম উপন্যাস, যা ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। সেটি অনুবাদ করেন ডেবোরা স্মিথ। এবং যৌথ ভাবে সেই বছর তিনিও ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন। ‘দ্য ভেজেটারিয়ান’ বাদ দিলেও প্রায় ১৪টি মতো বই প্রকাশিত হয়েছে, যেগুলি হান কাংয়ের লেখা। ২০১৬ সালের পর থেকে বেশ কয়েকটি বই ইংরেজিতে অনুবাদও হয়েছে।
সাহিত্যের পাশাপাশি হান কাং সঙ্গীতচর্চার ক্ষেত্রেও আগ্রহী। দীর্ঘ দিন ধরেই তিনি সঙ্গীতের বেশ কিছু ঘরাণায় নিজের অবদান রেখে চলেছেন। এমনকী তাঁর নিজের গানের রেকর্ডও রয়েছে। পাশাপাশি স্থাপত্যকলাতেও তাঁর আগ্রহ রয়েছে।