বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি নতুন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'এক পেড় মা কে নাম' নামের এই প্রকল্পের সূচনা করতে বুধবার কাল ১০টা ৪৫ মিনিটে বুদ্ধজয়ন্তী পার্কে একটি চারা রোপণ করেন তিনি।
বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে বৃক্ষরোপণ সবচেয়ে পরিচিত প্রথা হিসেবে বিবেচিত হয়। বর্তমান সময়ে গাছ কাটা এবং বনাঞ্চল ধ্বংসের ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবেশবিদরা বারবার এই বিষয়ে গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রীর এই নতুন প্রকল্প গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭২ সালের ৫ জুন সুইডেনে রাষ্ট্রসঙ্ঘের একটি অনুষ্ঠান হয়েছিল পরিবেশ বিষয়ে। সেই থেকে পরের বছর থেকে এই দিনটি স্মরণীয় করে রাখতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা শুরু হয়। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে এই দিবস পালন করা হয়।
আরও পড়ুন। মোদীর ‘বিমান’ ছেড়ে বিরোধী ‘প্লেনে’ নীতীশ? মাঝ-আকাশে তুঙ্গে জল্পনা, খেলা ঘুরল?
এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হল ‘ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা প্রতিরোধ’। প্রতি বছর প্রায় ৪০ শতাংশ ভূমির ক্ষয় হচ্ছে এবং গত আড়াই দশকে খরাপ্রবণ এলাকা ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এইসব অঞ্চলগুলিকে পুনরায় সবুজায়িত করে তোলার লক্ষ্যেই এবারের বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। বিশেষ করে গাছ লাগানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হল 'এক পেড় মা কে নাম' প্রকল্প। পরিবেশবিদদের মতে, এই ধরনের উদ্যোগ গাছ লাগানোর প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন। বিশ্বের সর্বকনিষ্ঠ শিল্পী! দুর্দান্ত পেন্টিং করে রেকর্ড গড়ল দেড় বছরের শিশু
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ রোপণের এই কর্মসূচি বাস্তবায়িত হওয়ার ফলে দেশের বিভিন্ন স্থানে গাছ লাগানোর প্রচেষ্টা আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগ দেশের মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং বিশ্ব উষ্ণায়ন কমাতে সহায়তা করবে।
এভাবে গাছ রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন এবং ভূমির পুনরুদ্ধার সম্ভব হবে। 'এক পেড় মা কে নাম' প্রকল্পটি দেশের পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই প্রকল্পের সাফল্য পরিবেশ রক্ষায় কতটা আবেদন রাখে এখন সেটাই দেখার।