বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh News: মঙ্গল শব্দে 'না' পয়লা বৈশাখের শোভাযাত্রায়, ইসলামবিরোধী কিছু নয়, ফতোয়া বাংলাদেশে
পরবর্তী খবর
মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশে নববর্ষের আয়োজনের সঙ্গে বহু বছর ধরে যুক্ত এই অনুষ্ঠান। বেশ রঙিন হয় এই পদযাত্রা। দলে দলে মানুষ বের হন রাস্তায়। আনন্দে উচ্ছাসে, রূপে রঙে বরণ করা হয় বাংলা নতুন বছরকে। আর এবার ‘নতুন’ বাংলাদেশে কার্যত 'ফতোয়া' জারি করল ইসলামী আন্দোলন বাংলাদেশ।