PFI Ban: পিএফআইকে নিয়ে আরও কোমর কষছে কেন্দ্র? নিষেধাজ্ঞার জেরে কীভাবে সাঁড়াশি চাপ দেওয়া হচ্ছে সংগঠনকে!
Updated: 28 Sep 2022, 04:42 PM IST Sritama Mitra 28 Sep 2022 PFI, PFI Banned Explained, What ban means for PFI, পিএফআইয়ের ওপর নিষেধাজ্ঞার অর্থ কী, পিএফআই২০২২ সালের সেপ্টেম্বর মাসে একের পর এক জায়গায় সারা ... more
২০২২ সালের সেপ্টেম্বর মাসে একের পর এক জায়গায় সারা দেশে তল্লাশি চালিয়ে বহু পিএফআই সদস্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এমনকি সংস্থার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ফলে এরা কোনও সেমিনার, কন্ফারেন্স আয়োজন করতে পারবে না। একইসঙ্গে কোনও বই প্রকাশ করতে পারবে না। তা করলে সেই ঘটনা অবৈধ হিসাবে বিবেচিত হবে।
পরবর্তী ফটো গ্যালারি