বাংলা নিউজ > ঘরে বাইরে > তরুণী যাত্রীকে জোর করে জাপটে ধরে চুমু অটো চালকের, ফোনে লিখলেন…
পরবর্তী খবর
তরুণী যাত্রীকে জোর করে জাপটে ধরে চুমু অটো চালকের, ফোনে লিখলেন…
1 মিনিটে পড়ুন Updated: 17 Mar 2023, 03:29 PM ISTSatyen Pal
ওই তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্থা, অপরাধমূলক কাজ করার অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অটোচালকের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
অটোচালকের বিরুদ্ধে বড় অভিযোগ। প্রতীকী ছবি (HT File)
১৮ বছর বয়সী এক তরুণীকে জাপটে ধরে জোর করে চুমু খাওয়ার অভিযোগ উঠেছিল এক অটো চালকের বিরুদ্ধে। অটো দাঁড় করিয়ে তিনি এই কাণ্ড ঘটান বলে অভিযোগ। তবে পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি এখনও। পুনের ঘটনা।
গোটা ঘটনা নিয়ে এফআইআর করেছেন ওই তরুণী। তিনি লিখেছেন, বিকেল ৫টা নাগাদ আমি অটোতে উঠেছিলাম। রাস্তায় ওই অটো চালক তাকে স্পর্শ করে। এরপর তার হাতও ধরা হয়। তিনি প্রতিবাদ করলে অটো চালক রাস্তার ধারে অটোটিকে দাঁড় করান। এরপর জোর করে তাকে চেপে ধরে চুমু খান। এরপর তরুণী অটো থেকে নেমে পালানোর চেষ্টা করেন। সেই সময় অটো চালক তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে একটি নম্বর সেভ করে দেন। সেটিতে তিনি শচিন লেখেন। তবে কি ওই অটো চালকের নামই শচিন?
এরপর ওই তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্থা, অপরাধমূলক কাজ করার অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অটোচালকের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।