1 মিনিটে পড়ুন Updated: 02 Oct 2023, 12:43 PM ISTChiranjib Paul
ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত চাবাগাগুলি রাজ্যের সব থেকে বড় চা শ্রমিক সংগঠন অসম চা মজদুর সংঘের নিয়ন্ত্রণাধীন। সংগঠনটির মোট সদস্য সংখ্যা ৪ লক্ষ ৩৫ হাজার।
চা শ্রমিকদের পুজো বোনাস দেওয়ার কথা ঘোষণা করল অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত ৭১টি চা বাগান।(ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
দুর্গাপুজোর আর মাত্র তিন সপ্তাহ বাকি। চা শ্রমিকদের পুজো বোনাস দেওয়ার কথা ঘোষণা করল অসমের ব্রহ্মপুত্র উপত্যকার ৭১টি চা বাগান। রাজ্যে অনুমদিত মোট চা বাগানের সংখ্যা ৮০৩। এর মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত মোট চা বাগানের সংখ্যা ৭০৫ এবং বারাক উপত্যকায় মোট চা বাগানের সংখ্যা ৯৮টি।
ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত চা বাগানগুলি রাজ্যের সব থেকে বড় চা শ্রমিক সংগঠন অসম চা মজদুর সংঘের নিয়ন্ত্রণাধীন। সংগঠনটির মোট সদস্য সংখ্যা ৪ লক্ষ ৩৫ হাজার। সংগঠনটি দাবি করেছিল পুজোর আগে বোনাস দেওয়ার জন্য।
সংগঠনের সাধারণ সম্পাদক রূপেশ গোয়ালা জানাচ্ছেন, আটটি বড় চা বাগান গোষ্ঠীর হাতে একাধিক চাবাগান রয়েছে। প্রত্যেকেই ২০ শতাংশ করে বোনাস দিতে সম্মত হয়েছে। সংগঠনের থেকে দাবি জানানো হয়েছিল, পুজোর অন্তত তিন সপ্তাহ আগে বোনাস দেওয়া হোক। সেই আবেদন মেনেই বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে গোষ্ঠীগুলি। শ্রমিকদের মধ্যে এই বোনাস দেওয়া খবরে খুশির হাওয়া লেগেছে।
যে সংস্থাগুলি বোনাস ঘোষণা করেছে তাদের মধ্যে রয়েছে, গিল্যান্ডার্স আরবুথনট (৬ টি চা বাগান), রোসেল ইন্ডিয়া (৬ টি চা বাগান), ধুন্সেরি (১২ টি চা বাগান), এমকে শাহ এক্সপোর্ট (১৪ টি চা বাগান), আসাম কোম্পানি ইন্ডিয়া লিমিটেড (১৪ চা বাগান), লক্ষ্মী চা কোম্পানী (১৩টি চা বাগান), জোকতলি টি কোম্পানি (৪টি চা বাগান) এবং এশিয়ান টি অ্যাড এক্সপোর্ট লিমিটেড (২টি চা বাগান)। প্রত্যেকেই ২০ শতাংশ করে বোনাস দেওয়া কথা ঘোষণা করে।