প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহতকে চিকিৎসার জন্য ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে কমপক্ষে ৬ জনের অবস্থা গুরুতর।
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা। প্রতীকী ছবি
ভয়াবহ পথ দুর্ঘটনা মেক্সিকোতে। পাহাড়ি রাস্তার খাদে উলটে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অনেকেই। বুধবার ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে। বাসটি প্রায় ৮০ ফুট নিচে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ওই যাত্রীদের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহতকে চিকিৎসার জন্য ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে কমপক্ষে ৬ জনের অবস্থা গুরুতর।
প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় পরিবহণ সংস্থা দ্বারা চালিত বাসটি মঙ্গলবার রাতে রাজধানী মেক্সিকো সিটি রওনা দিয়েছিল। বাসটি সান্টিয়াগো ডি ইয়োসোন্ডুয়া শহরের দিকে যাচ্ছিল। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই বাসটি উলটে যায়।
এক প্রশাসনিক কর্মকর্তা জেসুস রোমেরো জানান, ‘যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সম্ভবত গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এরপরেই বাসটি ৮০ ফুট নিচে পড়ে যায়। তিনি জানান, ওই পরিবহণ সংস্থা মেক্সিকো সিটি থেকে প্রতিদিন পরিষেবা দিয়ে থাকে। তিনি জানান, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।