সামনেই দোল, হাতে গোনা কয়েকদিন মাত্র বাকি। বসন্তের এই রঙিন উৎসবের জন্য সবারই থাকে অপেক্ষা। বহুদিন পর বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে একত্রিত হয়ে সময় কাটানোর এটি বিশেষ উপলক্ষ। তবে বাজারের রঙে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোর কারণে বিপদ হতে পারে। মুখে লাগলে র্যাশ, অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে। এই কারণে রাসায়নিক মিশ্রিত রং ব্যবহার করা বিপজ্জনক।
কিন্তু তাই বলে কি দোল খেলা বন্ধ থাকবে? একদমই নয়। বরং রাসায়নিক রঙের পরিবর্তে পরিবেশবান্ধব রং ব্যবহার করুন। এগুলি ত্বকের ক্ষতি করে না এবং নিরাপদও। তাই এবারের বসন্ত উৎসবে পরিবেশবান্ধব রঙে মেতে উঠুন আনন্দে।
কীভাবে ঘরে বসেই এই রং তৈরি করবেন সে বিষয়ে পরামর্শ দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক সিদ্ধার্থ দত্ত।
আরও পড়ুন - Holi Thandai Recipe: দোলের দিন বাড়িতেই এভাবে বানিয়ে ফেলুন স্পেশাল ঠাণ্ডাই আর ফিরনি, জানুন প্রণালী
ভেষজ আবির তৈরির পদ্ধতি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহ উপাচার্য অধ্যাপক সিদ্ধার্থ দত্ত প্রথম ২০০৮ সালে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ভেষজ আবির তৈরি করেন। ইন্ডিয়াটাইমস বাংলা সূত্রে জানা গেল এই ভেষজ আবির তৈরির পদ্ধতি।
আবির তৈরির উপকরণ:
- ট্যালকম পাউডার
- অ্যারারুট বা কর্ন ফ্লাওয়ার
- ফেলে দেওয়া ফুল
- ফিটকিরি
- সুগন্ধি
- জল
তৈরির পদ্ধতি:
- প্রথমে ফুলের পাপড়িগুলো কুচি কুচি করে নিন।
- পাপড়িগুলো ১ লিটার জলে ফোটান (প্রায় ১ কেজি ফুলের জন্য)।
- মিশ্রণটি ৬০-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটান, যাতে পাপড়ি থেকে রং বের হয়।
- এই জলে ফিটকিরি মেশান, যা পাউডারে রং ধরাতে সহায়তা করবে।
- ট্যালকম পাউডার ও অ্যারারুটের মিশ্রণে এই রঙিন জল মেশান (তিন ভাগ ট্যালকম পাউডার ও এক ভাগ অ্যারারুট)।
- মিশ্রণটি ছায়ায় শুকাতে দিন।
- শুকিয়ে গেলে, পছন্দমতো সুগন্ধি যোগ করুন।
আরও পড়ুন - Holi Vastu For Home:হোলিতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে করুন এই বিশেষ উপায়, অর্থ সম্পদে ভরবে জীবন