দিল্লিতে বেড়াতে এসে বিপাকে অস্ট্রেলিয়ান ভ্লগার বেঞ্জামিন রিচ। সস্তার খেলনার বদলে তাঁর থেকে হাতিয়ে নেওয়া হয় কড়কড়ে ৫০০ টাকার নোট। আর এতেই রেগে আগুন ভ্লগার। তাঁর সাম্প্রতিক দিল্লি সফরের অভিজ্ঞতা শেয়ার করে, বিতর্কের সৃষ্টিই করেছেন।
দিল্লিকে এশিয়ার 'স্ক্যাম সিটি' বলেছেন বেন। ভারতের রাজধানী সম্পর্কে, নিজের নেতিবাচক মতামত শেয়ার করেছেন এদিন। অনেকেই তাঁর সঙ্গে একমত হয়েছেন। অন্যরা যদিও তাঁর দিকেই উল্টে অভিযোগের তীর ছুঁড়েছেন।
আসল ঘটনাটি কী ঘটেছে
ইউটিউবে ভিডিয়োটি শেয়ার করে বেন লিখেছেন, দিল্লিতে ফিরে এসেছিলাম! শেষবারের সফরে একটি খারাপ অভিজ্ঞতার পরে, আমি নিজেকে কথা দিয়েছিলাম যে এখানে আমি আর ফিরে আসব না। কিন্তু তারপর, @baldandbankrupt আমাকে আরও একটি অ্যাডভেঞ্চারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শেষ বারের মত আবারও কি খারাপ কিছু ঘটবে! দেখাই যাক।
বেন যে একেবারেই ভারতে আসতে পছন্দ করেন না, সে কথাই এদিন শেয়ার করেছেন ভিডিয়োতে। এই পছন্দ না করার কারণ হিসাবে তিনি বলেছেন, এদিন তিনি এক রাস্তার বিক্রেতার খপ্পরে পড়েন। ওই বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকার খেলনাও কেনেন। খুচরো না থাকায়, বেন বিক্রেতাকে একটি ৫০০ টাকার নোট দেন। এবং বিক্রেতা অন্য একজনকে খুচরো দেওয়ার কথা বলে। তিনি আবার এগিয়ে এসে, বেনকে ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা দিয়ে বসেন। উল্টে বেন-এর দিকে আরও একটি খেলনা ছুঁড়ে দিয়ে পালান তাঁরা।
কী বলছেন ইউটিউব ব্যবহারকারীরা
পোস্ট হওয়ার পর থেকে, ভিডিয়োটি দ্রুত ৬৭০,০০০ এরও বেশি ভিউ অর্জন করেছে। এই সংখ্যাটি ক্রমাগত বাড়ছে৷ দর্শকরা প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছেন। একজন বলেন, আমি একবার ভারতে গিয়েছিলাম। আর এই পরিস্থিতির কারণেই, আর কখনও ফিরে যেতে চাই না। অভিজ্ঞতা আমার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, শুধু ভিডিয়োটি দেখেই আমার মাথা ব্যথা হয়ে গিয়েছে।
অন্যদিকে, কয়েকজন দর্শক আবার দ্বিমত পোষণ করেছেন। ভ্লগারের দিকে ভারতকে ইচ্ছাকৃতভাবে ভারতের নাম খারাপ করার অভিযোগ ছুঁড়েছেন। রেগে গিয়ে একজন বলেছেন, 'আপনি যদি এই দেশকে এতটাই ঘৃণা করেন, তাহলে সেখানে যাচ্ছেন কেন? এই ব্যক্তিদের থেকে ইউটিউব ভিউ পেতে = ইউটিউব $$$$$... অভিযোগ করা বন্ধ করুন!
আরও পড়ুন: (Deepika-Ranveer: সন্তান জন্মের পরেই বড় সিদ্ধান্ত, আলিবাগে ২২ কোটির বাংলো কিনলেন দীপিকা-রনবীর)
প্রসঙ্গত, ইউকে-ভিত্তিক ভ্লগার বেঞ্জামিন রিচ, তাঁর ইউটিউব চ্যানেল বাল্ড অ্যান্ড ব্যাঙ্ক্রাপ্টের জন্য পরিচিত। তিনিও এর আগে ভারতে এসে ভিডিয়ো বানিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। দিল্লি এবং কলকাতার মতো কিছু শহরের খারাপ দিক তুলে ধরেছিলেন নিজের ভিডিয়োতে। এই ভিডিয়োটিও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।