বাংলা নিউজ > টুকিটাকি > International Mother Language Day 2023: ভাষার জন্য রক্ত বিসর্জনের ঘটনা পৃথিবীতে খুব বেশি নেই
পরবর্তী খবর

International Mother Language Day 2023: ভাষার জন্য রক্ত বিসর্জনের ঘটনা পৃথিবীতে খুব বেশি নেই

ঢাকার শহিদ বেদি। ছবি সৌজন্যে সুদীপ্ত দে

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অপরিসীম শ্রদ্ধা ও আবেগের বিষয়। ভাষার অধিকারের আন্দোলন ও সাফল্যের সঙ্গে বীরের রক্ত আর মায়ের অশ্রু, দেশবাসীর ভালোবাসা আর চৈতন্য, সংগ্রামশীলতা আর কষ্টস্বীকার মিশে আছে।

মাসউদ আহমাদ, সাহিত্যিক, বাংলাদেশ

বাংলাদেশে, একুশের প্রথম প্রহরে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নেওয়া ও শহিদ মিনারে ফুল দেওয়ার জন্য মানুষের দীর্ঘ সারির ছবি দেখে মন ভরে যায়। দূর থেকে দৃশ্যটা দেখলে মনে হবে কেবলই আনুষ্ঠানিকতা। কিন্তু এরসঙ্গে মিশে আছে বাঙালির আত্মত্যাগ, অশ্রু ও রক্তের ইতিহাস।

প্রথমে ভাষার অধিকারের দাবিতে ছাত্র ও জনতার মৃদু প্রতিবাদের মধ্য দিয়েই আন্দোলন শুরু হয়। ক্রমশ সারা পূর্ববাংলায় ছড়িয়ে পড়ে ভাষার জন্য লড়াই ও সংগ্রামের গল্প। সেই গল্পের নেপথ্য ও সামনের সারির যোদ্ধা হলেন আমাদের ভাষাশহিদেরা। প্রভাতফেরিতে অংশ নেওয়া ও শহিদ মিনারে ফুল দেওয়া মানে ভাষা আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো।

পৃথিবীর সবকিছু ধর্ম, গোষ্ঠী ও রাজনৈতিক বিবেচনায় দেখা হয়। কিন্তু পূর্বপাকিস্তানের ভাষা আন্দোলনে, যাঁরা মাতৃভাষার জন্য রক্ত ও প্রাণ বিসর্জন দিয়েছেন, এরসঙ্গে বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও আনন্দ আর গর্ব মিশে আছে গভীরভাবে।

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অপরিসীম শ্রদ্ধা ও আবেগের বিষয়। এটা সার্বভৌম সত্য ও প্রতিষ্ঠিত। ভাষার অধিকারের আন্দোলন ও সাফল্যের সঙ্গে বীরের রক্ত আর মায়ের অশ্রু, দেশবাসীর ভালোবাসা আর চৈতন্য, সংগ্রামশীলতা আর কষ্টস্বীকার মিশে আছে।

বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিই ভাষা আন্দোলনের প্রধান দাবি ও লড়াই হলেও এর পেছনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্ন এবং ওইসব ক্ষেত্রে আশাহত হবার পরিচয় জড়িত ছিল। বলাই বাহুল্য, একুশে ফেব্রুয়ারি জনসাধারণের এই সর্বতোমুখী বিক্ষোভকে রূপ দিয়েছে। সে কারণে ফেব্রুয়ারি মাসটাই হয়ে উঠেছে অবিস্মরণীয় ইতিহাসের।

ভাষা কেবল মানুষের কথা বলার মাধ্যমই নয়, মনের অনুভূতির প্রকাশ ও দাবি আদায়ের হাতিয়ারও। বাংলাদেশে নানা ধর্ম ও জাতির বাস, তবে এখানে প্রধানত বাংলা ভাষাতেই বেশিরভাগ মানুষ কথা বলেন। এটা একইসঙ্গে আনন্দের যেমন, গর্বেরও। ভাষাকে কেন্দ্র করে আমাদের আছে এক অকৃত্রিম আবেগ ও ভালোবাসার সৌধ। ভাষার সঙ্গে প্রতিদিনের জীবনাযাপন, কর্মব্যস্ততা ও ভাবনা মিলেমিশে আছে। আমাদের শিল্প-সাহিত্য-গান, সাংস্কৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য, আমাদের নিজস্বতা ও গৌরবে ভাষা নানাভাবে জুড়ে আছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, এর নাম ছিল পূর্ব পাকিস্তান বা পূর্ববাংলা। এই জনপদে নানা ভাষার মানুষ, বিশেষ করে বাংলায় কথা বলার মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। বিচিত্র ভাষাভাষি মানুষ এখানে বাস করতেন। বিভিন্ন ধর্ম ও জাতির ভাষার অধিকারকে পদদলিত করে, তাদেরকে রাষ্ট্রের কাজে পূর্ণ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করে, শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রগতিকে চেপে রেখে পাকিস্তানের স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা হয়। তারই অংশ হিসেবে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয়।

প্রাথমিকভাবে ঢাকার অগ্রণী ছাত্রসমাজ ও সংস্কৃতিবান বুদ্ধিজীবীরা ভাষার স্বাতন্ত্র ও অধিকার নিয়ে সচেতনতা প্রকাশ করেন। ক্রমশ সেই চেতনা রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্রপাত করে। ১৯৪৮ সাল থেকেই এই চেতনা ও সংগ্রামের সূচনা হয়।

পশ্চিম পাকিস্তান যখন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চাইল, সমস্যা ও বিপ্লবের গুঞ্জন সেখান থেকেই। সেই গুঞ্জনই পরবর্তীতে বড় শক্তি ও সম্ভাবনা হিসেবে দেখা দেয়। বাংলা যেমন হয়ে ওঠে পূর্ববাংলার মানুষের ভাষা, একইসঙ্গে ভাষার আন্দোলনই মুক্তিযুদ্ধের ভীত গড়ে দেয়।

কিন্তু এই সংগ্রাম ও সাফল্য খুব সহজে বা স্বল্প সময়ে সম্ভব হয়নি। মাতৃভাষা বাংলাকে পূর্ববাংলার মানুষের মুখের ভাষা হিসেবে স্বীকৃতি পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। মাতৃভাষার মর্যাদা ও অধিকারের জন্য পূর্ববাংলার নওজোয়ান এবং জনতা রক্ত ও প্রাণ দিতে কুণ্ঠা বোধ করেনি।

ভাষার জন্য রক্ত বিসর্জন ও প্রাণ উৎসর্গ করার ঘটনা পৃথিবীতে খুব বেশি নেই। বাংলা ভাষায় কথা বলার অধিকার এবং পূর্ববাংলার মানুষের একমাত্র ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করতে, ছাত্র ও জনতা যেভাবে অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে অধিকার অর্জন করেছে, এটা বিরল।

ফেব্রুয়ারির প্রথম সকালে যে প্রভাতফেরি হয়, মাসব্যাপী বইমেলার উৎসব হয়, এর সঙ্গে আমাদের আবেগ ও আত্মত্যাগের যোগ আছে।

সে কারণে একুশে ফেব্রুয়ারি সেই অবিস্মরণীয় দিন, সারা পৃথিবীর ইতিহাসে এ এক বিস্ময়কর ঘটনা। জাতিগত অত্যাচারের বিরুদ্ধে, জনতার গণতান্ত্রিক অধিকারের জন্য পৃথিবীব্যাপী মানুষের যুগ যুগ ধরে যে সংগ্রাম ও লড়াই, একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন তাতে যোগ করেছে এক নতুন মাত্রার চেতনা ও বিস্ময়।

বাংলা ভাষায় কথা বলে আমরা ধন্য। এই বাংলায় জন্মগ্রহণ করে ধন্য। ভাষার জন্য জীবন উৎসর্গিত মহান শহিদদের উদ্দশ্যে শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করতে আমরা আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞ।

Latest News

ইংল্যান্ডের বিরুদ্ধে ০-৫ সিরিজ হারলেও গম্ভীরে ভরসা অটুট থাকবে! অকপট বোর্ড কর্তা জুলাই ২০২৫এ কন্যা সহ একগুচ্ছ রাশির ভাগ্য খুলতে চলেছে! মঙ্গল যাচ্ছেন কন্যায় কলেজেই গণধর্ষণ! এবার চাকরি থেকে বরখাস্ত অভিযুক্ত মনোজিৎ ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা, প্রতিবেশী যুবককে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত মিমির পর ওপার বাংলায় অলিভিয়া, ছবি না গান, কীসের শ্যুটিং করলেন তিনি? সিঙ্গল ফাদার হওয়া নিয়ে কটূক্তি! একা ঘরে কেঁদেছিলেন করণ খেজুর খাওয়ানোর নাম করে ধর্ষণ, অসুস্থ নাবালিকা, বাঁকুড়ায় গ্রেফতার টোটোচালক আগামিকাল মাসের প্রথম দিনে মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা?রইল ১ জুলাই ২০২৫রাশিফল একজনের সঙ্গে নয়, বহু মহিলার সঙ্গে ফষ্টনষ্টি করেছে যশ! বিস্ফোরক নির্যাতিতা ইলিশ ধরতে যাওয়ার আগেই নদীতে ডুবল ট্রলার, দুশ্চিন্তায় রায়দিঘির মৎস্যজীবীরা

Latest lifestyle News in Bangla

ঘরের দেওয়ালের জন্য সেরা এই ৮ ওয়াল ডিজাইনার! দামও একেবারে সাধ্যের মধ্যে সাইবার হানা থেকে ডিভাইস বাঁচাতে নয়া অ্যাপ সরকারের, নিখরচায় ঢালাও সুবিধা দোসার স্বাদ ভুলতে পারবে না বাড়ির লোক! বানিয়ে ফেলুন এই স্পেশাল ডাল দিয়ে ৬ না ৭ জুলাই? মহরম ২০২৫ সালে কবে ? কোন ঘটনা এর নেপথ্যে? জানুন ইতিহাস ও গুরুত্ব উইকেন্ড ওয়েডিং কি আপনার জন্য বেস্ট? দেখে নিন দুই ধরনের বিয়ের আসল তফাতটা জ্বর, সর্দির মতো ছোটখাটো রোগ লেগেই থাকে, সুস্থ থাকতে বিশেষ টিপস দিচ্ছেন চিকিৎসক বৃষ্টিতে বাড়ছে খুশকির সমস্যা? নিম ও তুলসীর কম্বোতেই চুলে ফিরবে জেল্লা ডিমের তরকারির সূত্রপাত সেই ব্রিটিশ আমলে, জানেন মজাদার গল্পটা! মহিলাদের হার্ট অ্যাটাক মারাত্মক হতে পারে! শেফালির মৃত্যুর পর ৬ টিপস বিশেষজ্ঞদের নেইলপলিশ পরার কিছু দিনের মধ্যে উঠে যায়? এই সব টিপসে রং থাকবে অনেক দিন

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.