বাবা ছাড়া সবকিছুই অর্থহীন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিবারাত্র পরিশ্রম করে চলেন এই মানুষগুলি। মুখে না বললেও বাবাদের ভালোবাসা যে কতটা অমলিন সেটাই এবারের দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরতে চলেছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের পুজো কমিটি।
মায়ের গর্ভে জন্ম হলেও একটি সন্তান কিন্তু প্রথম শব্দ বলে ‘বাবা’। জীবনে বাবার উপস্থিতি এমন একটি মেরুদন্ডের মতো, যা ভেঙে গেলে জীবন তোলপাড় হয়ে যায়। বাবারা সন্তানদের জন্য সব কিছুই করেন নিঃশব্দে। এবার দেবীপক্ষে বাবাদের স্বার্থত্যাগের কিছু ছবি দেখা যাবে বেলেঘাটার এক পুজো মন্ডপে।
গত ফেব্রুয়ারি মাস থেকেই ক্লাবের থিম ভাবনার বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছিল। শুরু হয়ে গিয়েছিল মন্ডপ সজ্জার কাজও। বাবারা যে পরিবারের ‘শিরদাঁড়া’, সেই চিন্তা মাথায় রেখেই শুরু হয়েছিল মন্ডপসজ্জার কাজ। তবে এর মধ্যেই ঘটে যায় আর জি কর -এর অমানবিক ঘটনা।
(আরও পড়ুন: পুজোয় বাড়িতে বয়স্ক অতিথি ? এই নিরামিষ পদ রেঁধে খাওয়ালেই ধন্য ধন্য করবে সকলে)
আর জি কর ঘটনার ঘটনাটির সঙ্গে কাকতালীয়ভাবে এই মন্ডপ সজ্জার একটি মিল তৈরি হয়ে যায়, যেটি হলো ‘শিরদাঁড়া’। একদিকে জুনিয়ার ডাক্তারদের লালবাজার অভিযানে সিপি-কে প্রতীকী শিরদাঁড়া উপহার দেওয়ার ঘটনায় তৈরি হওয়া বিতর্ক, অন্যদিকে পুজো মণ্ডপে বাবার প্রতীক হিসাবে শিরদাঁড়া তৈরি হয়ে যাওয়া, কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যায়।
তবে ভাবনা চিন্তা এক হয়ে গেলেও তা অবশেষে আলাদা করার সিদ্ধান্ত নেয় পুজো কমিটি। দুর্গাপুজোয় শামিল হতে এসে কোনও ভাবেই যাতে বিতর্ক না তৈরি হয় তার জন্যই শিরদাঁড়ার বিকল্প হিসাবে পুরনো বাইককে টেনে তোলার একটি দৃশ্য দেখানোর চিন্তাভাবনা নিয়েছেন পুজো মণ্ডপের শিল্পী প্রবীর সাহা।
(আরও পড়ুন: নবমীর দিন কব্জি ডুবিয়ে খান ‘চিকেন মহারানী’, সহজে বানিয়ে ফেলুন বাড়িতেই)
বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল পুজো কমিটির সহ-সম্পাদক বিক্রম রায় বলেন, ‘আর জি কর আবহে যেন কোনও ভাবে বিতর্ক না তৈরি হয় তার জন্যই আমাদের আগে থেকে তৈরি হওয়া শিরদাঁড়ার প্রতীকী মন্ডপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে তৈরি হওয়া সেই শিরদাঁড়ার জায়গা হয়েছে পুজো মণ্ডপের একপাশে।’
দুর্গা পুজোর আনন্দ যাতে কোনও ভাবে ম্লান না হয়ে যায়, তার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। বিতর্ক এড়ানোর জন্যই তাই আগে থেকে তৈরি হয়ে যাওয়া শিরদাঁড়ার কাট আউটকে সরিয়ে রাখা হয়েছে। তবে বিতর্ক এড়ালেও যে প্রতিবাদে থাকছেন সকলে, সেটাও জানিয়েছেন ক্লাব সদস্যরা।