চারিদিকে পুজো পুজো রব। চলে এলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোর কেনাকাটা প্রায় শেষ। কবে কোন দিন কোথায় ঠাকুর দেখবেন তার প্ল্যান করা হয়ে গিয়েছে প্রায় সকলের।
ইতিমধ্যেই ঠাকুর দেখতে যাওয়ার হিড়িক উঠেছে। নিউটাউনের দিকে ঠাকুর দেখতে গেলে শহর থেকে অদূরেই দেখতে পাবেন এক বিশাল মন্দির। সুন্দর আলোকসজ্জা দিতে সজ্জিত অসাধারণ মণ্ডপ। না কোনও গ্রানাইটের মন্দির নয়। পুজোর প্যান্ডেল। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।
নিউটাউন সর্বজনীনের এবারের থিম মন্দির আদলের এক অভূতপূর্ব পুজো মণ্ডপ। সব মিলিয়ে নিউটাউনের আইটি হাবের পুজো নজর কেড়েছে অনেকের। হিডকো থেকে সাহায্য পেয়েছে এই মণ্ডপ।
আরও পড়ুন: প্যান্ডেল হপিং করতে যাচ্ছেন? এই ক’টি জিনিস ব্যাগে না রাখলেই নয়
এই পুজো পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত। সুন্দর কারুকার্যে সাজানো হয়েছে প্যান্ডেলের দেওয়াল। এক একটা দেওয়ালে রয়েছে অসাধারণ সব নকশা। আলোয় ভরে গিয়েছে চারিদিক। ঠিক যেন কোনও মায়াবী মন্দিরে এসেছেন। মনে হবে কলকাতাতে বসেই পাড়ি দিয়েছেন অন্য কোথাও দূরে।
প্রথমে বিশ্বাসই হতে চাইবে না যে এই মন্দির নকল। তারপর এর আলোর কাজ দেখে আর চোখ ফেরাতে পারবেন না। এইরকমই অসাধারণ কারুকার্য করা তিনটি মণ্ডপ তৈরি করা হয়েছে। একটিতে রয়েছে দুর্গা প্রতিমা। প্রতিটা মণ্ডপের দেওয়ালে আলোর কারুকার্য করা। যা হার মানাবে আসল স্থাপত্যকেও। তিনটি প্যান্ডেলেই রয়েছে অসাধারণ শিল্পকর্ম।
পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ঘুরেই আসা যেতে পারে এই বিশেষ মণ্ডপে। একেবারে ভিন্ন স্বাদের আমেজ পাবেন এই পুজোয় এলে। শহর থেকে একটু ভিতরে হলেও সকলের নজর কেড়ে নিয়েছে এই মণ্ডপের সাজ। তাই এত ভিড় এখানে।
আরও পড়ুন: কলকাতার ভিড় এড়িয়ে নির্জনে ঠাকুর দেখতে চান? ঘুরে আসুন হুগলির এই ৩ জায়গায়
মন্দির আদলের এই পুজো মণ্ডপ দেখতে ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছে চারিদিকে। দূর, দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে এই বিশেষ প্যান্ডেলে। মায়ের মূর্তিও নজর কেড়েছে সকলের অসাধারণ মণ্ডপে বসে রয়েছেন একচালার মা দুর্গা।
যার রূপ দেখলে চোখ ফেরানো দায় হবে। চারিদিকে এতো জাঁকজমকের মাঝেও নজর কেড়েছে মায়ের গায়ের রঙ। মণ্ডপের সঙ্গে সঙ্গে চোখ ফেরানো যাচ্ছে না দুর্গা প্রতিমার দিক থেকেও। মায়ের মায়াবী চাহনিতে মজেছেন আপামর বাঙালি।