ভাবুন তো একবার! আপনি সারাদিনের ক্লান্তি নিয়ে অফিস থেকে বের হচ্ছেন, আর ঠিক তখনই মৃদুমন্দ হাওয়ার সঙ্গে উড়ে পড়ছে গোলাপী রঙের চোখ জোড়ানো ফুল। দৃশ্য খুবই 'ফিল্মি' মনে হলেও, বাগিচা শহর বেঙ্গালুরুতে এমন 'স্বস্তি' উপভোগ করেছেন অনেকেই!
চৈত্রের দাবদাহে যখন দেশের বহু অংশ কুপোকাত, তখন বাগিচা শহর বেঙ্গালুরু বসন্তের মোলায়েম আবহাওয়ায় মজে রয়েছে! ২২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে এই শহরের তাপমাত্রা। আর এই সময় বেঙ্গালুরু জুড়ে তাবেবুইয়া রোজিয়া ফুল ফুটে রয়েছে। থোকা থোকা গোলাপী এই ফুলের সামাহারে গোটা বেঙ্গালুরু শহর সেজে রয়েছে, বাগিচা শহর যেন এখন 'পিঙ্ক সিটি'।
জাপানের চেরি ব্লসমের রূপে অনেকেই মোহিত হয়েছেন বহুবার। তবে নেটিজেনরা বলছেন বেঙ্গালুরু যে রূপ নিয়ে সেজে রয়েছে তাতে, এই শহর গুনে গুনে গোল দিতে পারে জাপানকে! এই গোলাপি ফুলে ঢেকে থাকা বেঙ্গালুরু আপাতত এই ফুল দিয়েই বসন্ত বিদায়ে ব্যস্ত। রাস্তাঘাট থেকে পার্ক জুড়ে সেখানে শুধুই এই ফুলের মেলা।
বেঙ্গালুরুর এই বিশেষ গাছগুলি আসলে কী?
এটি একটি নিওট্রপিকাল গাছ যা ৯৮ ফুট পর্যন্ত বৃদ্ধি পায় এবং চওড়ায় ৩ ফুট। জ্যাকারান্ডা পরিবারের অন্তর্গত গোলাপি ফুলের এই গাছ এই মুহুর্তে বেঙ্গালুরু শহর জুড়ে প্রচুর পরিমাণে ফুল ফোটাচ্ছে, যা চোখ জোড়াচ্ছে শহরের বাসিন্দাদের। মাত্র পাঁচ বছরে, এই দ্রুত বর্ধনশীল গাছটি ২৫ থেকে ৩০ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে। তাবেবুইয়া রোজিয়া নামের এই গাছের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেট। বেঙ্গালুরুতে এই বিশেষ গাছগুলি আসে ব্রিটিশদের হাত ধরে।
জাপানের চেরিব্লসম
বসন্তে জাপান মেতে ওঠে চেরি ব্লসমে। এই গাছের গোলাপি ফুলের সঙ্গে বেঙ্গালুরুর গোলাপি ফুলের কিছুটা মিল থাকলেও পুরোটা নেই। তবে প্রকৃতির রূপের রঙের খেলায় দুই ধরনের গাছই মন মাতিয়ে দেয়।