আজ থেকে জি টিভিতে শুরু হয়ে গেল ‘গৌরী এল’। দর্শকদের জন্য নতুন ধরনের গল্প নিয়ে আসা হল চ্যানেলের পক্ষ থেকে। ধর্ম আর বিজ্ঞানের লড়াই বরাবরের। এবার ‘গৌরী এল’ ধারাবাহিকেও থাকছে সেই উত্তেজনাই। তবে ‘গৌরী এল’-র আরেক বড় চমক নায়িকা চরিত্রে থাকা মেঘনা মাইতি।
মেঘনাকে দর্শক দেখেছেন ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শো-তে। আর সেখান থেকেই আসে এই ধারাবাহিকে কাজ করার সুযোগ। সৌরভকে ‘গৌরী’ জানান সে পড়ে ক্লাস টেনে। বাড়িতে থাকে মা-বাবার সাথে। মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে। যিনি পুরুলিয়ার বাসিন্দা। এটাই বিশ্বরূপের প্রথম কাজ।
‘গৌরী এল’-র গোটা টিম হাজির হয়েছিল দাদাগিরিতে। সেখানেই মেঘনা জানালেন তাঁর চরিত্র খুব কালী ভক্ত। কালী ঠাকুরকেই নিজের প্রিয় বন্ধু মনে করে। গল্প করে। রাগ, দুখ, অভিমান সে জানায় কালী ঠাকুরকে। আর বিশ্বরূপ ডাক্তার। যে ভগবানে একদম বিশ্বাস করে না। সেই নিয়ে দু'জনের ঝগড়া হয়, খুনসুটি হয়…
বহরমপুর মুর্শিদাবাদে বেড়ে ওঠা মেঘনার। সেখানকার কাশীশ্বরী গার্লস স্কুলেই পড়াশোনা। আপাতত শ্যুটের জন্য থাকবেন কলকাতায়। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন কাজ এটি। মেঘনা ও বিশ্বরূপ ছাড়াও ধারাবাহিকে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বশিষ্ট মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, ভাস্বর চট্টোপাধ্যায়, শ্রীতমা রায়চৌধুরী প্রমুখরা।
আপাতত প্রোমো থেকে জানা যাচ্ছে, কালীপুজোর রাতে ঘটে বাস দুর্ঘটনা। পুড়ে ঝলসে যায় বাসের সমস্ত যাত্রীরা। কেবল বেঁচে যায় একরত্তি এক শিশু কন্যা। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এক পুরোহিত। বড় করতে থাকে নিজের বাড়িতে। এরপর সে আসে এক বনেদি বাড়িতে। যেখানে পুজো হয় ঘোমটা কালীর। প্রথমে বাড়িতে ঢোকার অনুমতি মেলে না তাঁর। কিন্তু গৌরীর কাতর আর্তি, মা তাঁকে ডেকেছেন। গানের সুরে খুলে যায় মন্দিরের দরজা। তাঁর সুরে অবাক হয়ে যায় সবাই। আর নায়কের সঙ্গে মুখোমুখি হতেই সরে যায় ঘোমটা কালীর ঘোমটা। চমকে ওঠে গোটা বাড়ি।