মহালয়ার সকাল মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে চণ্ডীপাঠ এবং মহিষাসুরমর্দিনী শোনা। বাদ যায় না টিভির মহালয়ার বিশেষ বিচিত্রানুষ্ঠান। এবার জি বাংলার সেই অনুষ্ঠানেই দেবী দুর্গা হয়ে অবতীর্ণ হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
জি বাংলার মহালয়ার প্রভাতী অনুষ্ঠান
আর আড়াই মাস সময়ও বাকি নেই। আসছে দুর্গাপুজো। আর বাঙালির সেই সেরা উৎসবের সূচনা হয় মহালয়ার হাত ধরে। আর সেই বিশেষ দিনেই এবার জি বাংলায় দেবী দুর্গা হয়ে আসছেন রাজ ঘরণী। চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হল সেই প্রভাতী অনুষ্ঠানের প্রোমো।
আরও পড়ুন: রায়বাঘিনী ননদিনী অপরাজিতার সব দিকে কড়া নজর! দাদা - বৌদির বৌভাতে কী উপহার দিলেন নতুন বউকে?
জি বাংলায় এবার দেবী মহামায়ার নবরূপে কাহিনি দেখানো হবে। তবে সেই নয়টি রূপের বাকি রূপে আর কারা কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি। তবে দেবী দুর্গা রূপে যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন সেটা আগেই জানা গিয়েছিল। এবার তাঁর লুক প্রকাশ্যে এল। স্বর্ণালঙ্কার এবং লাল বেনারসিতে সেজে তাঁকে শঙ্খে ফুঁ দিয়ে যুদ্ধের সূচনা করতে দেখা যাচ্ছে। রণং দেহী লুকে তাকান। দেখা যায় সিংহকেও।
এদিন জির তরফে এই প্রোমো প্রকাশ্যে এনে লেখা হয় 'মহালয়ার পুণ্য প্রভাতে মহামায়ার নয় রূপের গাথা, মহিষাসুরমর্দিনীর ভূমিকায় শুভশ্রী। আসছে নবরূপে দেবী দুর্গা।'
কে কী লিখেছেন?
এদিন সকালেই স্টার জলসার তরফে তাঁদের মহালয়ার প্রভাতী অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকারকে দেবীর তিন রূপে দেখা গিয়েছে। তারপরই এদিন রাতে জি তাঁদের প্রভাতী অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে আনল। সেটা দেখে এক ব্যক্তি লেখেন, 'জি বাংলা আর স্টার জলসা পুরো ক্লাস ওয়ানের বাচ্চাদের মতো করে।' আরেকজন লেখেন, 'জলসার টিজার দেখে আগের সিন দিয়ে টিজার দেওয়ার কী মানে? শ্যুট শেষ তো! নতুন একটা টিজার বানিয়ে পোস্ট করলেই পারতেন।'