বাংলা নিউজ > বায়োস্কোপ > Zara Hatke Zara Bachke box office: সমালোচকদের কাঁচকলা দেখিয়ে সারা-ভিকির ‘জারা হটকে…’র বক্সঅফিস জয়! আয় কত হল
পরবর্তী খবর
Zara Hatke Zara Bachke box office: সমালোচকদের কাঁচকলা দেখিয়ে সারা-ভিকির ‘জারা হটকে…’র বক্সঅফিস জয়! আয় কত হল
1 মিনিটে পড়ুন Updated: 12 Jun 2023, 11:45 AM ISTRanita Goswami
ফিল্ম বিশ্লেষক তরণ আদার্শ লিখেছেন, ‘জারা হটকে জারা বাঁচকে হিট। এটি ১০ দিনে ৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। ছবিটি ৭০ কোটি ছুঁয়ে ফেলার ক্ষমতা রাখে। অনেকেই ভেবেছিলেন এটা হয়তো সব মিলিয়ে ২০ কোটির বেশি ব্যবসা করতে পারবে না, সেই সমস্ত গণনা ভুল প্রমাণ করেছে।
জারা হটকে জারা বাঁচকে
বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন ভিকি কৌশল ও সারা আলি খান। বেশ রমরমিয়েই ব্যবসা করছে ভিকি-সারার ‘জারা হটকে জারা বাঁচকে’। বক্স অফিসে দীর্ঘদিন চলা বলিউডের ছবির খরা কাটিয়ে অবশেষে বর্ষা নামাতে পেরেছেন সারা ও ভিকি। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ৫০ কোটির গণ্ডি টপকে ফেলেছে ‘জারা হটকে জারা বাঁচকে’।
ফিল্ম বিশ্লেষক তরণ আদার্শ লিখেছেন, ‘জারা হটকে জারা বাঁচকে হিট। এটি ১০ দিনে ৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। ছবিটি ৭০ কোটি ছুঁয়ে ফেলার ক্ষমতা রাখে। অনেকেই ভেবেছিলেন এটা হয়ত সব মিলিয়ে ২০ কোটির বেশি ব্যবসা করতে পারবে না, সেই সমস্ত গণনা ভুল প্রমাণ করেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার বক্স অফিসে এই ছবির ব্যবসা ছিল ৩.৪২ কোটি টাকা, শনিবার ৫.৭৬ কোটি টাকা, রবিবার ৭.০২ কোটি টাকা। যা সবমিলিয়ে দাঁড়ায় ৫৩.৫৫ কোটি টাকা।’