সদ্যই শুরু হয়েছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬। বরাবরের মতো এই সিজনেও অমিতাভ বচ্চনকেই সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে। আর এই জনপ্রিয় কুইজ শো শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল পুরোনো একটি সিজনের পুরোনো একটি ক্লিপ। আর সেটা শুনেই হেসে কূলকিনারা খুঁজে পাচ্ছেন না নেটিজেনেরা।
কী ঘটেছে?
কৌন বনেগা ক্রোড়পতি থেকে কেউ যদি সাহায্যের জন্য কাউকে কল করার অপশন নেন তাহলে সেক্ষেত্রে ফোনে প্রথম কথা সঞ্চালক হিসেবে অমিতাভ বচ্চনই বলে থাকেন। বিগ বির কল পেয়ে অনেকে যেমন চমকিত হয়, আনন্দিত হয় আবার বিশ্বাসও করেন না অনেকে। কিন্তু এই ব্যক্তি যা বললেন সেটা শুনে হেসে খুন সকলে। একই সঙ্গে এও স্পষ্ট যে তিনি ফ্রড কল পেয়ে যারপরনাই বিরক্ত , তাই এটাকেও তিনি তেমনই ভেবেছেন।
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে বসে এক ব্যক্তিকে ফোন করছেন অমিতাভ। রিং হওয়ার পর সেই ব্যক্তি ফোন ধরতেই বিগ বি বলে ওঠেন, 'হ্যালো, খুরম খালাম বলছেন সাহারানপুর থেকে?' জবাবে সেই ব্যক্তি হ্যাঁ বলতেই অমিতাভ বচ্চন আবার বলেন, 'আমি অমিতাভ বচ্চন বলছি কৌন বনেগা ক্রোড়পতি থেকে।' আর এটা শুনেই সেই ব্যক্তি বলেন, 'কে অমিতাভ বচ্চন? আর আমি তাহলে শাহরুখ খান।' এই জবাব শুনে বিগ বি স্তম্ভিত হয়ে গেলেও হেসে গড়িয়ে যান দর্শকরা। নেটিজেনদেরও এক হাল!
কে কী বলছেন?
এই ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই ৪ লাখের বেশি বার দেখা হয়েছে। অনেকে মন্তব্যও করেছেন। এক ব্যক্তি লেখেন, 'উনি এতটাই বিরক্ত যে এটা বলতে এতটুকু দ্বিধাবোধ করলেন না।' কেউ আবার লেখেন, 'ঠিক করেছে!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ফ্রড কল আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে।'