শুভমন তুমি কোন সারার? এতদিন শুভমনের প্রেমিকা কোন সারা, তা জানতে হিমসিম খেয়েছে নেটপাড়া। কখনও সচিন কন্যা তো কখনও সইফ কন্যাকে ঘিরে তারকা ক্রিকেটারের রসালো প্রেমের কাহিনি সামনে এসেছে। সেই চর্চা নিয়ে আজ পর্যন্ত সারা তেন্ডুলকর মুখ না খুললেও জবাব দিয়েছিলেন সারা আলি খান। আরও পড়ুন-প্রেম নিয়ে জল্পনা জারি! ‘ঝগড়াটাই আর্শীবাদ’, কেন ১৫ বছর দূরে ছিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ?
অভিনেত্রী সারা জানিয়েছিল, ‘গোটা দুনিয়া ভুল সারার পিছনে পড়ে আছে…’। এর মাধ্যেই আচমকা অন্য এক অভিনেত্রীর সঙ্গে শুভমনের বিয়ের চর্চা ডানা মেলেছে। জল্পনা ছোট পর্দার নায়িকা ঋদ্ধিমা পণ্ডিতের গলায় নাকি মালা দিচ্ছেন শুভমন। ২০২৪ সালের ডিসেম্বরে 'বহু হামারি রজনীকান্ত খ্যাত নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন শুভমন, বলে খবর। বিয়ের জল্পনা ছড়িয়ে পড়তেই এই বিষয় নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমা।
'কিসের বিয়ে?'
ঋদ্ধিমা পণ্ডিত সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন, ‘আমি ঘুম থেকে উঠে সাংবাদিকদের কাছ থেকে আমার বিয়ের বিষয়ে জানতে চেয়ে প্রচুর ফোন পেয়েছি, কিন্তু কিসের বিয়ে? আমি বিয়ে করছি না এবং যদি আমার জীবনে এরকম গুরুত্বপূর্ণ কিছু ঘটে থাকে তবে আমি নিজেই খবরটি ঘোষণা করব, এই খবরের কোনও সত্যতা নেই’। শুভমন গিল এখনও বিয়ের জল্পনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
বিয়ের গুজব সম্পর্কে
রিপোর্টে বলা হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে শুভমন-ঋদ্ধিমার বিয়ের আসর বসতে চলেছে। পুরো বিষয়টি নাকি গোপন রাখতে চাইছেন দুজনে।
ই-টি টাইমসকে ঋদ্ধিমা জানান, তিনি শুভমন গিলকে ব্যক্তিগতভাবে চেনেন পর্যন্ত না। এই উড়ো খবরে রীতিমতো বিরক্ত তিনি। কারণ ফোনে এখন শুভেচ্ছা বার্তা ভর্তি। সকলকে সত্যিটা জানাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন নায়িকা।
কে এই ঋদ্ধিমা পণ্ডিত?
বহু হামারি রজনীকান্ত (কলের বউয়ের হিন্দি রিমেক) এবং ‘খতরা খাতরা খাতরা’র মতো টেলিভিশন অনুষ্ঠানের জন্য পরিচিত। ২০২১ সালে বিগ বস ওটিটি সিজন ১-এ দেখা গিয়েছিল তাঁকে। ২০১৯ সালে, তিনি ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৯-এ অংশ নিয়েছিলেন এবং দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন। ওয়েব সিরিজ 'হাম- আই অ্যাম বিজ অব আস'-এও দেখা গেছে ঋদ্ধিমাকে।
সম্প্রতি সিরিয়াল শুভ শাগুনের প্রযোজকের বিরুদ্ধে হয়রানি এবং বকেয়া পরিশোধ না করার অভিযোগ করেছিলেন ঋদ্ধিমা, সেই নিয়ে কম জলঘোলা হয়নি।