২০০৩ সালে ১৬ ফেব্রুয়ারি আচমকাই বিয়ে করে ফেলেন অভিনেত্রী স্বরা ভাস্বর। সদা স্পষ্টবাদী স্বরার আচমকা এই বিয়ের খবর শুনে রীতিমতো চমকে যান সকলে। বিয়ের কিছু মাসের মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। স্বামী সন্তান নিয়ে এখন সুখে সংসার তাঁর।
আরও পড়ুন: শাহরুখই বদলে দিয়েছিলেন ‘স্কাই ফোর্স’-এর বীরের জীবন! ১৩ বছর বয়সে কী ঘটেছিল অভিনেতার সঙ্গে?
আরও পড়ুন: সরস্বতী পুজো হবে, সেদিন তাই 'আমার বস'-এর সেটে নিজের হাতে ভোগ রান্না, পরিবেশন করেন রাখি গুলজার
আজ অর্থাৎ ২ ফেব্রুয়ারি স্বরার স্বামী অর্থাৎ ফাহাদ আহমেদের জন্মদিন। স্বামীর জন্মদিনে একটি আদুরে পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। স্বরা লেখেন, শুভ জন্মদিন জান। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক।'ভাই কা কনফিডেন্ট' যেন কোনও দিন কমে না যায়। তোমায় অনেক ভালোবাসি। হারিয়ে যাওয়া মোজা এবং ভিজে বাথরুম নিয়ে আমাদের লড়াই যেন এভাবেই চলতে থাকে।
ছবিতে দেখা যাচ্ছে ঘরের ড্রয়িং রুমে বসে রয়েছেন ফাহাদ। সামনে দাঁড়িয়ে ছোট্ট রাজকন্যা। হ্যাপি বার্থডে লেখা এবং বেলুন দিয়ে সাজানো গোটা ঘর। বোঝাই যাচ্ছে, বাড়িতেই ছোট করে জন্মদিন পালন করা হয়েছে। তবে ছবি পোস্ট করার সময় মেয়ের মুখ আড়াল করে দিয়েছেন অভিনেত্রী। এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশে আনেননি তিনি।
স্বামীর জন্মদিনে যে কয়েকটি ছবি পোস্ট করেছেন স্বরা, তারমধ্যে একটিতে দেখা যায় স্বামীর গালে চুমু দিচ্ছেন অভিনেত্রী। দুজনেই পরে রয়েছেন সবুজ রঙের পোশাক। একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দম্পতি।
আরও পড়ুন: দেবের ‘স্পা আন্টি’, রুক্মিণীর ‘জান’ ভাইঝি!থাকে দিল্লি, কোন স্কুলের ছাত্রী আমাইরা
প্রসঙ্গত, বিয়ের পর থেকে একের পর এক উপহাসের সম্মুখীন হতে হয়েছে স্বরাকে। কখনও অতিরিক্ত ওজনের কারণে কখনও আবার হিজাব পরার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে তাঁকে। সদা স্পষ্টবাদী এবং স্বল্প পোশাক পরিহিত অভিনেত্রী কীভাবে হঠাৎ করে এতটা পরিবর্তিত হয়ে গেলেন, তা নিয়ে উঠেছিল বহু প্রশ্ন। তবে নিন্দুকদের মুখে ছাই ফেলে স্বামী এবং সন্তানকে নিয়ে বেশ ভালোই রয়েছেন অভিনেত্রী।।