মনখারাপে ভরা পোস্ট 'নিম ফুলের মধু'র পর্ণা ওরফে পল্লবী শর্মার সমাজমাধ্যমের পাতায়। তিনি লিখেছেন ‘যার চলে যায়, সেই বোঝে হায়! বিচ্ছেদে কী যন্ত্রণা’ আর তার নীচে লেখা, ‘বাবা তোমাকে মিস করছি, মা তোমাকে মিস করছি’। আর নায়িকার এই পোস্ট দেখেই ভরে ওঠেছে মন্তব্য বিভাগ। কিন্তু হঠাৎ কী হল অভিনেত্রীর? কেন এমন লিখলেন তিনি। এক সাক্ষাৎকারে সেই বিষয়ে যা জানালেন পর্দার ‘পর্ণা’, শুনলে অবাক হয়ে যাবেন।
আসলে অনেক ছেলেবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন নায়িকা। জীবনটা কেটেছে লড়াইয়ের মধ্যে দিয়েই। তবে সব বাধা পরিয়ে পল্লবী হয়ে উঠেছেন পর্দার জনপ্রিয় মুখ। জীবনে হাজার যন্ত্রণা থাকলেও তা হাসি মুখে জয় করেছেন তিনি। কিন্তু সেই পল্লবী এখন বিষণ্ণ!
আরও পড়ুন: অনন্ত-রাধিকা থেকে সোনাক্ষী-জাহির ২০২৪-এ বিয়ের পিঁড়িতে বসলেন কোন কোন তারকা? রইল তালিকা
কিন্তু কেন হঠাৎ এই পোস্ট করলেন তিনি? আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে মুখ খুললেন পল্লবী। আর সেখানে যা জানান তিনি তা বেশ অবাক করা। ফেসবুকে নাকি অভিনেত্রীর কোনও প্রোফাইলই নেই। নায়িকা বলেন, ‘ফেসবুকে আমার কোনও ‘অ্যাকাউন্ট’ বা ‘পেজ’ নেই। শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তাতেও খুব বেশি পোস্ট নেই। এই বিষয়টা কাউকে বোঝাতে পারি না।’
তিনি অভিযোগ করেন তাঁর নামে নাকি একাধিক ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। আর এইসব অ্যাকাউন্ট থেকে নাকি প্রায় কিছু না কিছু ‘ভুলভাল’ পোস্ট করা হয়। আর তাঁর অনুরাগীরাও সেইসব বিশ্বাস করে নেন।
আরও পড়ুন: তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’! ‘এটাই সবচেয়ে বড় জবাব…’ সাফল্য নিয়ে যা বললেন শিবপ্রসাদ
কিন্তু তাঁর নামে এত ভুয়ো অ্যাকাউন্ট, তারপরও পল্লবী সব জেনেও কেন কোনও পদক্ষেপ করেননি। সাইবার অপরাধদমন শাখার সঙ্গে কেন যোগাযোগ করেননি? এই বিষয়ে অভিনেত্রীর মত, ‘জানিয়েছি। লালবাজার থেকে বলা হয়েছে, ভুয়ো অ্যাকাউন্টধারী সকলের সঙ্গে ‘বন্ধুত্ব’ পাতিয়েছে। প্রচুর অনুসরণকারী তার। তাই রাতারাতি কিছু সম্ভব নয়। প্রতি দিন স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। সমস্যা মিটতে সময় লাগবে।’
তবে শ্যুটিংয়ের চাপ সামলে সব সময় অভিনেত্রীর পক্ষে স্থানীয় থানায় যাওয়ার খুব একটা সময় পান না তিনি। ফলে, ভুয়ো অ্যাকাউন্টধারীর ক্ষেত্রে সঠিক ভাবে কোনও পদক্ষেপ করাও সম্ভব হয় না।
তবে তাঁর মনের যে ক্ষত নিয়ে ফেসবুক পোস্টটি করা হয়েছ সেই বিষয়ে নায়িকার মত, ‘ছোট বেলায় মা-বাবাকে হারিয়ে ফেলে রোজ যন্ত্রণায় ভুগি। হঠাৎ এক দিন কেনই বা এত দুঃখপ্রকাশ করব? নিজের দুঃখ ব্যক্তিগত রাখব বলেই তো ফেসবুকে আমার কোনও ‘অ্যাকাউন্ট’ বা ‘পাতা’ নেই।’