সানি দেওলের নেতৃত্বে গোপীচাঁদ মালিনেনির প্রথম বলিউড ছবি ‘জাট’ মুক্তি পেয়েছে গত ১০ এপ্রিল। গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর দেখতে দেখতে বক্স অফিসে ৮ দিন কাটিয়ে ফেলেছে এই অ্যাকশন এন্টারটেইনর। 'গদর ২' নয়, তবে বক্স অফিসে মন্দ ব্যবসা করছে না এই ছবি৷ Sacnilk.com সর্বশেষ আপডেট অনুযায়ী, মুক্তির ৮ দিনের মাথায় ৬০ কোটির মাইলফলক অতিক্রম করেছে 'জাট'। আর বিশ্বব্য়াপী সানি দেওলের এই ছবির কালেকশন ৭৬ কোটি টাকা।
এদিকে ইদে মুক্তি পাওয়ার পর Box Office-এ ১৯ দিন পার করে ফেলেছে সলমনের সিকন্দর। এর এদিনও ছবির আয় মাত্র ০.১৫ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সিকন্দরের আয় দাঁড়িয়েছে ১০৯.৯ কোটি টাকা। এদিকে আবার আজই এদের সঙ্গে বক্স অফিস দখলের লড়াইয়ে নামছে অক্ষয় কুমারের 'কেশরী চ্যাপ্টার-২'। তাই বলাই বাহুল্য লড়াই আরও কঠিন হবে।
আরও পড়ুন-প্রায়ই শামিকে গালমন্দ করতে ছাড়েন না, এবার স্পা সেন্টারের বিছানায় শুয়ে হাসিন জাহান লিখলেন…
'জাট' বক্স অফিস
Sacnilk.com সর্বশেষ আপডেট অনুযায়ী, জাঠের বক্স অফিস রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশীয় বক্স অফিসে ছবিটি ৩.৭৬ কোটি টাকার ব্যবসা করেছে। যার ফলে এই ছবির এখনও পর্যন্ত আয় দাঁড়িয়েছে ৬১.২৬ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে আলাদা করে এই ছবির আয়ে বিশেষ বৃদ্ধি দেখায়নি। এখনও পর্যন্ত এই ছবির একক দিনের সর্বোচ্চ আয় ১৪ কোটি টাকা, যা মুক্তির পর প্রথম রবিবারে হয়েছিল।