উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে গিয়েছেন টলিপাড়ারও বহু ব্যক্তিত্ব। এদিকে মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জনের, আহত হয়েছেন বহু। এদিকে যখন এই দুর্ঘটনার খবর সামনে আসে, তখন সেখানেই ছিলেন টলিপাড়ার অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। মৌনী আমাবস্যায় স্নানের জন্যই বাবা ও পরিবারের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে গিয়েছিলেন অভিনেত্রী। কেমন অভিজ্ঞতা শ্রীমার?
কলকাতা থেকে সড়ক পথেই মহাকুম্ভে পাড়ি দিয়েছিলেন শ্রীমা ভট্টাচার্য। এবিষয়ে অভিনেত্রী আনন্দবাজারকে জানান, এমন ভিড় তিনি আগে কখনওই দেখেননি। ত্রিবেণী সঙ্গমের ১০-১৫ কিলোমিটার আগে থেকেই নাকি গাড়ি এগোতে দেওয়া হচ্ছিল না। আর তাই সেখানে যেতে হলে হেঁটে কিংবা অন্য গাড়িতে সেখানে যেতে হত।
আরও পড়ুন-ছেলে না মেয়ে? স্বামী ও পরিবারের সঙ্গে সাধের দিন এমন খেলায় নিন্দের মুখে, কী বললেন রূপসা
আরও পড়ুন-ক্ষত এখনও ঠিক হয়নি, ঘাড়ে ব্যান্ডেজ বেঁধেই ছেলে ইব্রাহিমের সঙ্গে দেখা মিলল সইফের
আরও পড়ুন-মৌনী আমাবস্যায় বাবার সঙ্গে ত্রিবেণী সঙ্গমে শ্রীমা, মহাকুম্ভে হাজির রানা, শ্রীকান্ত মোহতাও
অভিনেত্রী জানান, এই মুহূর্তে মহাকুম্ভে থাকার মতো কোনও হোটেল বা ক্যাম্প নেই। তবে শ্রীমা তাঁর এক পরিচিত দাদার সূত্রে থাকার ব্যবস্থা করে ফেলেছিলেন। পরিকল্পনা ছিল রাতটুকু সেখানে কাটিয়ে পরের দিন ভোরবেলা গিয়ে পুণ্যস্নান করবেন। তবে হঠাৎই পদপিষ্টের ঘটনা কানে যেতেই, তাঁরা আর সেখানে যাওয়ার ঝুঁকি নেননি। ত্রিবেণী সঙ্গমের বিপরীতে আড়িল ঘাটে পুণ্যস্নান করেন। এরপর সোমেশ্বর বাবার মন্দিরে গিয়ে পুজো দেন তাঁরা। তবে তিনি জানান, নিরাপত্তার কারণেই এই মুহূর্তে ওখানে ফেরিঘাটও বন্ধ রাখা হয়েছে।
তবে কুম্ভমেলার পরিস্থিতি জানাতে গিয়ে শ্রীমা জানান, ‘এত পুলিশ আমি কখনও দেখিনি। তাঁরা দফায় দফায় টহল দিচ্ছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে মাইনে নানান গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা করছেন।’ এরই মাঝে তাঁর চোখের সামনেই স্নান সেরে উঠে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। তবে অভিনেত্রী জানান, পুলিশ ওখানে ভীষণ তৎপর। ৫ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
এদিকে এবার মহাকুম্ভে মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণের কথা জেনে তাঁকে কুর্নিশ জানিয়েছেন শ্রীমা। জানান, বুধবার প্রয়াগরাজ থেকে কাশী চলে যাবেন তাঁরা। বিশ্বনাথ মন্দির দর্শন করেই ফিরবেন কলকাতায়। তবে শ্রীমা একা নন। এবার কলকাতা থেকে মৌনী আমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছেন টলিপাড়ার প্রযোজক রানা সরকার, SVF-এর কর্ণধার শ্রীকান্ত মোহতাও।