সিনেমায় সেন্সর বোর্ডের কাঁচি, এ আর নতুন কী! সেন্সর বোর্ডের কাঁচির কারণেই বাদ পড়ে সিনেমার বহু দৃশ্য। এ নিয়ম নতুন নয়। ১৯৭৫ সালে সেন্সর বোর্ডের কারণে ছবি থেকে বাদ পড়েছিল 'শোলে' ছবির কিছু দৃশ্য। রমেশ সিপ্পি পরিচালিত অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী অভিনীত এই ছবি আজও সিনেপ্রেমীদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে।
'শোলে' মুক্তির ৫ দশক পরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবির বাদ যাওয়া দৃশ্য। সিনেমার গল্পে ডাকাত সর্দার গব্বর সিং (আমজাদ খান) রহিম চাচার ছেলে আহমেদকে খুন করে। ছবির এই দৃশ্যটিকে একটু বড় আকারে শ্যুট করেছিলেন পরিচালক রমেশ সিপ্পি। তারই মধ্যে একটি দৃশ্যে মাটিতে শুইয়ে সচিনের গলা চেপে ধরেছিলেন আমজাদ খান ওরফে গব্বর সিং। তবে সেসময় সেই দৃশ্যটি নৃশংসতার কারণেই বাদ দিয়েছিল সেন্সর বোর্ড। তবে আজ এত বছর পড়ে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ছড়িয়েছে। সেন্সর বোর্ডের কাঁচি বাদ পড়া 'শোলে'র ওই দৃশ্য।

তবে শুধু এই দৃশ্য নয়। গব্বর সিং-এর অত্যাচারের এমন বহু দৃশ্যই নাকি ছবি থেকে বাদ পড়েছিল।
১৯৭৫ সালে মুক্তি পাওয়া 'শোলে' ছবিটি ছিল ব্লকবাস্টার। সেসময় এই বলিউড ছবির বাজেট ছিল মাত্র ২-৩ কোটি। তবে বিশ্বব্য়াপী বক্স অফিসে এই ছবির আয় কত ছিল জানেন? তথ্য বলছে মাত্র ২-৩ কোটির এই ছবি সেসময় দাঁড়ি ৩৫ কোটি টাকার ব্যবসা করেছিল। বর্তমান সময়ে বাড়া মুদ্রাস্ফীতির নিরিখে বিচার করলে, এই ছবিটির বর্তমান যুগে আয় দাঁড়াত প্রায় ৩,০৯০কোটি টাকা। তথ্য বলছে সেসময় এই ছবির টিকিট বিক্রি হয়েছিল ১০০ মিলিয়ন।
প্রসঙ্গত 'শোলে'তে 'বীরু'র চরিত্রে দেখা গিয়েছিল ধর্মেন্দ্র-কে।, ঠাকুর বলদেব সিং-এর চরিত্রে সঞ্জীব কুমার, বাসন্তী-র চরিত্রে হেমা মালিনী, জয় (জয়দেব)-এর চরিত্রে অমিতাভ বচ্চন, ঠাকুরের পুত্রবধূ, রাধার চরিত্রে জয়া ভাদুড়ি, গব্বর সিং-এর চরিত্রে দেখা গিয়েছিল আমজাদ খানকে। এছাড়াও ঠাকুরের চাকর, রামলালের চরিত্রে সত্যেন কাপুর, গ্রামের ইমাম সাহেব, রহিম চাচার চরিত্রে ছিলেন এ. কে. হঙ্গল, ইমামের ছেলে, আহমেদের ভূমিকায় দেখা গিয়েছিল সচিন পিলগাঁওকর, কৌতুককর কাঠব্যবসায়ী, সুর্মা ভোপালি হিসেবে জগদীপ বাসন্তীর মাসি হিসেবে অভিনয় করেছিলেন লীলা মিশ্র।