শাহরুখ এবং অক্ষয়, দুজনেই বলিউডের সুপারস্টার। দুজনেরই অনুরাগী সংখ্যা লক্ষাধিক। সব থেকে বড় কথা, দুজনেই কোনও গডফাদার ছাড়াই বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন একসময়। কিন্তু কোনও মনোমালিন্য না থাকা সত্ত্বেও কেন একসঙ্গে একটিও ছবিতে অভিনয় করেননি অক্ষয় এবং শাহরুখ?
অক্ষয়ের সঙ্গে শাহরুখ কেন একটিও ছবিতে কাজ করেননি, এই প্রসঙ্গে প্রশ্ন করায় একটি মজাদার উত্তর দিয়েছিলেন কিং খান। সম্প্রতি সেই পুরনো সাক্ষাৎকারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক অক্ষয়ের সঙ্গে সিনেমার না করার পেছনে কোন কারণ তুলে ধরেছিলেন শাহরুখ?
আরও পড়ুন: স্ত্রীর জন্মদিনে আদুরে পোস্ট অনুপমের, শুভেচ্ছা জানালেন অনিলও
আরও পড়ুন: আবার বায়োপিকে জিতু, সত্যজিৎ রায়ের পর এবার কার চরিত্রে অভিনয় করবেন তিনি?
DNA - এর সঙ্গে একটি পুরনো সাক্ষাতকারে শাহরুখকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি অক্ষয় কুমারের সঙ্গে একটিও ছবি করেননি? অক্ষয় বছরে দুই থেকে তিনটি ছবি করেন, যেখানে শাহরুখ সারা বছরই একটি ছবি উপহার দেন। অক্ষয়ের সঙ্গে তাল মেলাতে পারবেন না বলেই কি শাহরুখ অক্ষয়ের সঙ্গে ছবি করেন না?
অক্ষয়ের প্রসঙ্গে প্রশ্ন করায় শাহরুখ বলেন, ‘আমি কি বলবো বলুন? আমি ওর মত এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। অক্ষয় যখন ঘুম থেকে উঠে আমি তখন ঘুমোতে যাই। ওর দিন অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আমি যখন কাজ শুরু করি ও তখন বাড়ি চলে যায়। আমি একজন নিশাচর মানুষ। আমার মতো খুব কম মানুষই আছেন যারা রাতে শ্যুটিং করতে পছন্দ করেন।’
শাহরুখ আরও বলেন, ‘ওর সঙ্গে অভিনয় করতে অবশ্যই ভালো লাগবে আমার, তবে ওই সময়ের পার্থক্য থাকার জন্যই একসঙ্গে ছবি কোনওদিন তৈরি করা হয়নি। ও যখন সেট থেকে চলে যাবে আমি তখন আসবো, আমি ওর সঙ্গে অবশ্যই কাজ করতে চাই কিন্তু আমাদের সময়ের সমস্যা।’
আরও পড়ুন: প্রথমবার এক ফ্রেমে স্বস্তিকা-অনির্বাণ, প্রকাশ্যে ‘বিবি পায়রা’ ছবির প্রথম ঝলক
আরও পড়ুন: প্রতারিত নয় প্রতারক? পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্যাম সুন্দর দের স্ত্রীর
প্রসঙ্গত, খুব শীঘ্রই ‘কিং’ নামক একটি ছবিতে সুহানার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিটা অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কাপুর, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, আরশাদ ওয়ার্সি।