২০২৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত জওয়ান। অ্যাটলি পরিচালিত সেই ছবি বক্স অফিসের একাধিক রেকর্ড ভেঙে দুর্ধর্ষ ব্যবসা করেছিল। সেই ছবি ব্লকবাস্টার হলেও এদিকে সলমনের সঙ্গে পরিচালকের প্রথম কাজ থমকে গেল। কিন্তু কেন?
আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে সৌরভ, বরাত জোরে পেলেন রক্ষা! কী ঘটেছে মহারাজের সঙ্গে?
কী ঘটেছে?
অ্যাটলি পরিচালিত সলমন খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবিটির ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত হয়ে পড়ল। কারণ হিসেবে জানা যাচ্ছে এই ছবির অন্যতম প্রধান অভিনেতা রজনীকান্তের সঙ্গে ডেট ম্যাচ করছে na শ্যুটিংয়ের। তিনি সময় দিতে পারছেন না। সান পিকচার্সের এই ছবিটির গল্পই আবর্তিত হবে সেই অভিনেতাকে কেন্দ্র করে। সেই জন্যই আপাতত স্থগিত হয়ে গেল এই ছবির কাজ।
পিঙ্কভিলার তরফে জানানো হয়েছে সলমন খান ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন এই ছবিটির জন্য। কিন্তু দ্বিতীয় মুখ্য অভিনেতাকে চূড়ান্ত করতে বেশ বেগ পেতে হয়েছে নির্মাতাদের। কমল হাসান দ্বিধায় ভুগছিলেন ছবিটি নিয়ে কারণ এই ছবিতে তাঁকে সলমন খানের বাবার চরিত্রে দেখানো হবে। অন্যদিকে রজনীকান্তের হাতে ইতিমধ্যেই কুলি, জেলার ২ এর মতো একগুচ্ছ ছবি আছে। ফলে তিনি ২০২৬ সাল পর্যন্ত ব্যস্ত থাকবেন। ওঁরা দুজন ব্যস্ত থাকায় ছবির নির্মাতারা অন্য অপশন খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু মনের মতো তেমন অন্য কোনও দক্ষিণী তারকাকে তাঁরা চূড়ান্ত করতে পারেননি।
এরপর তাঁরা ঠিক করেন আন্তর্জাতিক মানের কোনও অভিনেতাকে নেবেন। অর্থাৎ হলিউডের কোনও অভিনেতাকে। সেটার জন্য তাঁরা হলিউড তরিকা সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু টাকা পয়সার লেনদেনের বিষয় নিয়ে দুই পক্ষ রাজি না হওয়ার কারণে সেটাও সম্ভব হয়নি। ফলে আরও পিছিয়েছে ছবির কাজ। তাই আপাতত অন্য বিকল্প না খুঁজে ছবিটিকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন: সানির সঙ্গে ‘ঝগড়া’, কিন্তু ববির বউ শাহরুখের বোন! কিং খানের ফ্যামিলি ট্রি দেখুন
অন্যদিকে অ্যাটলি আপাতত অন্য নতুন ছবির কাজ শুরু করেছেন। সেখানে আল্লু অর্জুনকে প্রধান চরিত্রে দেখা যাবে। সেটাও একটি বিগ বাজেট ছবি হতে চলেছে। ফলে সেই ছবি এলেও সলমন এবং অ্যাটলির যৌথ উদ্যোগের ছবি দেখার জন্য দর্শকদের যে আরও অপেক্ষা করতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না।