তৈমুর হওয়ার পর সে কী করছে, কোথায় যাচ্ছে, কেমন আছে এসব নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ ছিল না। খবরের শিরোনামেও তখন বারবার সেই খুদের কথাই উঠে এসেছে। কিন্তু এখন স্টার কিড বলতে জনগণ তৈমুর আর জেহ (জাহাঙ্গির) এর বাইরেও ভাবে! এবং স্টার কিডদের জীবন নিয়ে তাদের যারপরনাই আগ্রহও আছে। হ্যাঁ, সম্প্রতি ঠিক এমনটাই দাবি করলেন সইফ আলি খান।
স্টার কিডদের নিয়ে কী বললেন সইফ
সম্প্রতি সইফ আলি খান ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বর্তমানে সাধারণ মানুষ খালি স্টার কিডদের নিয়েই কথা বলছে। বিশেষ জোয়া আখতারের দ্য আর্চিজ মুক্তি পাওয়ার পর থেকে।
অভিনেতার কথায়, 'দর্শক এবং সাধারণ মানুষ ভীষণই আগ্রহী স্টার কিডদের নিয়ে। উদাহরণ হিসেবে দ্য আর্চিজকেই দেখুন। আমরা খালি কয়েকজনকে নিয়েই কথা বলে যাচ্ছি।'
প্রসঙ্গত দ্য আর্চিজ ছবির মাধ্যমে একাধিক স্টার কিড বলিউডে ডেবিউ করেছেন। জোয়া আখতারের এই ছবিতে ছিলেন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর প্রমুখ। এঁদের মধ্যে সুহানা খান শাহরুখ খানের মেয়ে, অগস্ত্য অমিতাভ বচ্চনের। নাতি। অন্যদিকে খুশি কাপুর হলেন শ্রীদেবীর মেয়ে।
সইফ আলি খান এদিন তাঁর বক্তব্যে জানিয়েছেন তাঁর দুই সন্তান তৈমুর এবং জাহাঙ্গির আলি খান বা জেহকে সবসময়ই ক্যামেরা ফলো করে। যেখানে যায়, যা করে সব কিছুই ফ্রেমবন্দি করা হয়। সইফ এদিন তাঁদের বিষয়ে জানান, 'কাল যদি কেউ ওদের নিয়ে ছবি বানাতে চায় সেটা তো অবাক হওয়ার মতো কোনও বিষয় নয়। তাই আমাদের আগে ভাবতে হবে কেন এই আগ্রহ, কোথা থেকেই বা আসে? আমরা এতটা আগ্রহ চাই না আমাদের সন্তানদের নিয়ে।' এরপর তিনি বলেন, 'আমরা স্টার কিড বানাই না। মানে বায়োলজিক্যালি আমরা ওদের জন্ম দিই ঠিকই কিন্তু ওদের স্টার কিড বানিয়ে তোলে সংবাদমাধ্যম, ফটোগ্রাফার এবং দর্শকরা। ওরা হয়তো ভালোবেসেই স্টার কিডদের দেখতে চায়। এতে খারাপের কী আছে?'
সইফ আলি খানের মোট চার সন্তান। তাঁর প্রথম পক্ষে স্ত্রী অমৃতা সিং এবং তাঁর একটি ছেলে, একটি মেয়ে। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান হলেন তাঁদের সন্তান। অন্যদিকে করিনা এবং সইফের দুই পুত্র হল তৈমুর এবং জেহ।