১৬ জানুয়ারি, সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনা এখন গোটা দেশ জানে। তবে ঘটনায় পর থেকে দুশ্চিন্তার মধ্যে দিয়েই কেটেছে পতৌদি পরিবারের। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। তবে সইফের আঘাত ও ক্ষতর পরিমাণ কতটা? এটা নিয়ে বিভিন্ন লোকজনের কৌতুহলের অন্ত নেই।
বুধবার সোশ্য়াল মিডিয়ায় উঠে আসা একটি ছবিতে উঠে এসেছে সইফের ব্যান্ডেজ করা ঘাড়। যে ছবিতে ছেলে ইব্রাহিম ও ফ্যাশন ডিজাইনার ডেভি বেইনস-গিলের সঙ্গে দেখা গিয়েছে সইফ আলি খানকে। ইতিমধ্যেই সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল। তবে জানা যাচ্ছে, হামলার ঘটনায় একাধিক আঘাত ও অস্ত্রোপচারের পরে এখন বেশকিছুটা সুস্থ হয়ে উঠছেন সইফ।
অস্ত্রোপচারের পর সইফ
আরমান ডিবিজির প্রতিষ্ঠাতা ও ফ্যাশন ডিজাইনার ডেভি বেইনস-গিলের শেয়ার করা ছবিতে সইফ হাসিমুখে পোজ দিয়েছেন। যেখানে তাঁকে সাদা চোস্তা আর নীল টি-শার্টে দেখা গিয়েছে। তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন ডেভি বেইনস গিল, তাঁর পরনে সাদা টি-শার্ট আর নীল টর্ন জিন্স, সঙ্গে নীল শার্ট ও সাদা প্যান্টে দেখা গিয়েছে ইব্রাহিমকে। আর এই ছবিতে সইফ গলায় লাগানো ব্যান্ডেজ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে।
আরও পড়ুন-ওশো রজনীশ হয়ে ধরা দেবেন মিঠুন! মহাগুরু বলছেন, ‘লোকে বলে আমায় ওঁর মতো দেখতে…’
আরও পড়ুন-ছেলে না মেয়ে? স্বামী ও পরিবারের সঙ্গে সাধের দিন এমন খেলায় নিন্দের মুখে, কী বললেন রূপসা
পোস্ট করা মাত্রই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন রেডিট ব্যবহারকারী নেটিজেন ছবিটি শেয়ার করে লিখেছেন,'অনুরাগীরা অবাক যে অস্ত্রোপচারের পরে সইফকে কতটা তরুণ দেখাচ্ছে!' কারোর মন্তব্য, ‘অস্ত্রোপচারের পর সইফকে এতটা কীভাবে ভালো দেখাচ্ছে? তাঁকে দেখতে এখন ১০ গুণ বেশি ভালো, হট, কম বয়সী দেখাচ্ছে!’ কারোর কথায়, 'সইফ যে এখন আরও বেশি উজ্জ্বল।' আবার কেউ লিখেছেন, ‘দোস্তকে দেখে মনে হচ্ছে পুরো ব্যাপারটা উনি ইতিবাচকভাবে দৃষ্টিভঙ্গীতেই গ্রহণ করেছেন। ওঁর মঙ্গল হোক।’ আরও একজন মজা করে লেখেন, 'ওকে আরও তরুণ দেখাচ্ছে। এখন হয়তো উনি আরওবেশি করে 'ককটেল', 'লাভ আজ কাল'-এর মতো চরিত্রে অভিনয় করতে পারবেন।'
তবে এই প্রথম নয়, হামলার পর গত ২৬ জানুয়ারি করিনার সঙ্গে বাড়ির বাইরে বের হতে দেখা গিয়েছিল সইফকে। সেদিও সইফ-করিনাকে ঘিরে ছিল নিরাপত্তারক্ষীদের টিম। সেদিনও সইফ-করিনার বাড়ির সামনে ছিল পাপারাৎজির ভিড়। আর এরপরে করিনা ইনস্টাগ্রামে পাপারাৎজির তোলা ভিডিয়ো শেয়ার করে লিখেছিলেন, ‘এবার এটা একটু বন্ধ করুন। একটু মানবিক হোন। ঈশ্বরের দোহাই, আমাদের একা ছেড়ে দিন।’ যদিও পরে তিনি সেই পোস্টটি ডিলিটও করে দেন।
আর সেদিনের পর এবার আরও একবার দেখা গেল সইফকে।