বিয়ের মাস ঘুরতেই দিয়েছিলেন মা হওয়ার সুখবর। অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের মা হতে চলার খবর নিয়ে একসময় কিছু কম চর্চা হয়নি। বিতর্ক তৈরি হয় অভিনেত্রীর সাধের অনুষ্ঠানের ভিডিয়ো ঘিরেও। স্বামী সায়নদীপ সহ আত্মীয়দের বেশিরভাগই 'ছেলে চাই' বলে সমালোচিত হয়েছিলেন। তবে সে সব বিতর্কই এখন অতীত! গত ২৬ জানুয়ারি ছেলের বাবা-মা হয়েছেন রূপসা-সায়নদীপ। এখন তাঁদের ছেলের বয়স সবেমাত্র ২ মাস। এরই মধ্যে ছেলের মুখ দেখালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।
শনিবার রূপসা সদ্যোজাত, ঘুমন্ত ছেলেকে বুকে জড়িয়ে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে ছোট্ট ‘অগ্নিদেব’ ওরফে ডুগ্গু-র মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। যার ক্যাপশানে অভিনেত্রী লেখেন, ‘My kinda Saturday’ (আমার শনিবার) সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি এবং নজর কাঠির ইমোজি।
আরও পড়ুন-'লোকে শুধুই খারাপ কথা বলে, সেটে ঢুকলে আমি চেয়ারেও বসিও না…', শুধুই নিন্দে… দুঃখ পেলেন সলমন
রূপসার এই পোস্ট ঘিরে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লেখেন, ‘ঠিক মায়ের মতো দেখতে।’ কারোর কথায়, ‘মা নয়, বাবার মতো দেখতে’, কেউ আবার বলেছেন, ‘পুরো ছোট্ট রূপসা’। আরও একজন লেখেন, ‘লিটিল বানিকে অনেক আদর’। কারোর মন্তব্য, ‘আমার ছোট্ট বাবা’। এভাবেই রূপসার ছেলেকে আদরে ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।
মা হওয়ার পর রূপসা চট্টোপাধ্যায় আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন। তাঁর সময় কাটছে ছোট্ট ছেলেকে ঘিরেই। মাঝে মধ্যে মাতৃত্বকালীন এই ছুটির সময়ে নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় রূপসাকে। তাঁকে সঙ্গ দেন স্বামী সায়নদীপ সরকারও। ভিডিয়োটির ক্য়াপশানে রূপসা লেখেন, ‘ডুগ্গু দাদা হচ্ছে…’।
এদিকে আবার ১দিন আগেই ভিডিয়ো করে সায়নদীপ-রূপসা জানান, ‘আমাদের জুনিয়রের সঙ্গে আরও একজন ফ্যামিলি মেম্বার অ্যাড হতে চলেছে। জুনিয়ার জন্মেই দাদা হতে চলেছে…।কার দাদা, জানতে হলে দেখতে হবে…।’ রূপসা কিছু একটা ফাঁস করবেন, তখন সকলেই তাকে বাধা দেন। এরপর রূপসা বলেন, ‘আমি ওর মামী হব না?’ আরকজন মহিলা পাশ থেকে বলে ওঠেন, ‘না জেঠি হবি।' ফের বলেন, ‘আরে নাহ, জেঠি নয় কাকী।’ এরপর তিনিই সায়নদীপের উদ্দেশ্য বলেন, ’তুই কাকু হবি। নাহ কাকাই'। কাকা হতে সায়নদীপ আপত্তি করায় রূপসা বলেন, ‘বাবা হতে পারলে কাকা হতে আপত্তি কোথায়!’ ফের সায়নদীপ বলে ওঠেন, বাবা তাঁর পছন্দ নয়, তিনি ছেলেকে ড্য়াডি বলতে শেখাবেন। এরপর রূপসা মজা করে বলেন, ‘ও আমার চিনি ড্যাডি’। পাশ থেকে মন্তব্য আসে, ‘রূপসা দি আর রূপসা দির মিষ্টি বাপী’। এমন মশকরায় হেসে লুটোপুটি খান রূপসা।
ফের তাঁদের কথাবার্তায় উঠে আসে পুরনো সেই ছেলে হওয়া মেয়ে হওয়ার বিতর্ক। এরই মাঝে এসে যায় ফুচকা। জমিয়ে শুরু হয় ফুচকা পার্টি। যাতে যোগ দেন রূপসার শাশুড়িমাও।