মঙ্গলবার ইহলোকের মায়া কাটিয়েছেন কেকে। কলকাতায় কনসার্ট করতে এসেই চলে গেলেন এই গায়ক! তাও মাত্র ৫৩ বছর বয়সে। নজরুল মঞ্চে পারফর্ম করে বেরিয়ে হোটেলে ঢোকার পরেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। মেঝেতেই শুয়ে পড়েন বলে খবর মিলেছিল হোটেল-সূত্রে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কেকে মারা যাওয়ার পর থেকে যে দুটো দিকে আঙুল উঠছে তা হল গায়ক রূপঙ্কর বাগচির লাইভে এসে ‘কেকে-র বদনাম’ আর নজরুল মঞ্চ করতৃপক্ষের অব্যবস্থা। মঙ্গলবার রাত থেকেই এই দুই বিষয় নিয়ে হইচই পড়ে গিয়েছে সব জায়গায়। রূপঙ্করকে কার্যত তুলোধনা করেছে সোশ্যাল মিডিয়া। তবে নিজের বলা কথার সপক্ষে শেষমেশ মুখ খুললেন তিনি। আরও পড়ুন: ঠোঁটে-কপালে আঘাতের চিহ্ন, কেকে-র অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু পুলিশের
এই সময়-কে রূপঙ্কর জানালেন, ‘দু:খ লাগছে, কষ্ট হচ্ছে। কেকে অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন। এটা ওঁর মৃত্যুর বয়স নয়। অতীতে অনেক মিউজিশিয়ান ছেড়ে চলে গিয়েছেন। ওর সেই বয়স নয়। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি কেকে-র বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে সত্যি খারাপ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে বলতে চেয়েছিলাম আমি। চিনিই না মানুষটাকে। ওঁর উপর কেন রাগ থাকবে। আমি ওঁর ভক্ত। আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে সেটা তাঁদের ভুল।’ আরও পড়ুন: ডেবিউ গান ‘পল’-ই শেষ গাওয়া গান হয়ে থাকল কেকে-র! শুনে নিন আরও একবার
মঙ্গলবার বিকেলেই কেকে-কে নিয়ে বিস্ফোরক ফেসবুক পোস্ট করেন তিনি। ই Viral Video-তে কেকে-র অনুষ্ঠান নিয়ে মাতামাতি করবার বিরোধিতা করে রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে-র থেকেও আমরা সবাই ভালো গাই’। সঙ্গে প্রশ্ন তুলেছিলেন ‘কেকে কেকে… কে কেকে?’