একসময় ক্রীড়া সাংবাদিক হিসাবেই তাঁকে চিনেছিলেন সকলে। পরবর্তী সময়ে লেখক, পরিচালক হিসাবেও কাজ শুরু করেন তিনি। আর এবার তাঁর পরিচালনায় আসতে চলেছে প্রথম ফিচার ফিল্ম। ‘রান্নার জিনিয়াস’, বলে পরিচিতি লেখিকা বেলা দে-কে নিয়ে ছবি বানাতে চলেছেন অনিলাভ চট্টোপাধ্যায়।
কিন্তু এই ছবিতে বেলা দে-র চরিত্রে কাকে দেখা যাবে?
জানা যাচ্ছে, অনিলাভ চট্টোপাধ্যায়ের ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘রান্না অভিধান’, ‘হেঁশেল’, ‘সহস্র এক রান্না’, ‘বাঙালির রান্নাঘর’, ‘রান্নার অমনিবাস’, ‘আধুনিক রান্না ও জলখাবার’, ‘সহজ রান্না সমগ্র’, ‘নোনতা মিষ্টি জলখাবার’, ‘টিফিনের টুকিটাকি’ সহ বহু জনপ্রিয় রান্নার বই লিখেছেন বেলা দে। তাঁর কাছে ছিল নানান সাধের হারিয়ে যাওয়া রান্নার রেসিপি। এমনকি ইউটিউবেও রয়েছে বেলা দে-র রকমারি সব রান্নার রেসিপি নিয়ে সিরিজ। রান্নার বই লিখে এমন জনপ্রিয়তা হয়ত খুব কম মানুষই পেয়েছেন। আর এবার সেই বেলা দে-কেও পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-ডাইনিং-ড্রয়িং-কিচেন থেকে শোবার ঘর, বনি কাপুরের ৬৫ কোটির বাড়ি ঘুরিয়ে দেখালেন ফারহা

একসময় আকাশবাণীতে বেলা দে-র অনুষ্ঠান 'মহিলা মহল'ও বেশ জনপ্রিয়তা পায়। এই বেলা দে-র সঙ্গে লীলা মজুমদারেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। অথছ একজন মানুষকে অসম্ভব প্রতিকূলতার মধ্যে শেষ জীবন কাটাতে হয়। এমন একজন আইকনিক চরিত্রের জন্য পরিচালক বেছে নেওয়া হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। খুব সম্ভবত ছবির নাম হতে পারে 'বেলা'।