রবিবার সকলে যখন, ঠাকুরপুকুর বাজারে পথচারীদের ধাক্কা দেওয়া গাড়ি থেকে নামানো হয় মদ্যপ পরিচালক সিদ্ধান্ত ওরফে ভিক্টো ও সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়াকে, তখন অনেকেই তা মুঠোফোনে বন্দি করেছিলেন। এমনকী, এই দুজনকে পুলিশের গ্রেপ্তার করার ফুটেজও এসেছে সামনে। তবে সেই ক্যামেরা ফুটেজ থেকেই জানা যায়, অভিনেত্রী ঋ-ও ছিলেন সেই গাড়িতে। কিন্তু পুলিশ আসার আগে, কোনোভাবে সেখান থেকে সরে যান। সোশ্যাল মিডিয়ায় এরপর বাড়ে বিতর্ক। একাধিক তারকাও ‘সুযোগ বুঝে কেটে পড়া’ নিয়ে কটাক্ষ করতে শুরু করে ঋ-কে। অবশেষে অভিনেত্রী মেনে নেন, দুর্ঘটনার সময় ভিক্টোর গাড়িতে থাকার কথা। কীভাবে সেই এলাকা থেকে বেরিয়ে আসেন, সেটাও জানান।
ঋতুপর্ণা সেন ওরফে ঋ জানান যে, তিনি নিজে গাড়ি চালাতে পারেন না! সেদিন নিজের গাড়িও আনেননি তিনি। ড্রইভার ছিল না ভিক্টোরও। ভিক্টোই প্রস্তাব দিয়েছিল তাঁকে ও শ্রিয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার। এমনকী, গাড়ি যখন একের পর এক মানুষকে পিষে মারছে, তখনও ছিলেন ঋ। তাহলে কেন পুলিশ যখন এল, তখন সেখানে দেখা মেলেনি তাঁর?
ঋ একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘আমি কোনওরকম নেশা করিনি, কখনও করিও না। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে নেমে পড়ি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মাথা কাজ করছিল না। জানি না সেখানকার স্থানীয় ব্যক্তিরা আমাকে চিনতে পেরেছিল কি না! তবে আমাকে ওঁরাই উদ্ধার করে, সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করেনি। আমার সেরকম কোনো আঘাতও লাগেনি। তবে ট্রমায় আছি। মানসিকভাবে ভেঙে পড়েছি। সেরে উঠতে সময় লাগবে।’
পুলিশ তাঁকে ডেকেছে কি না বয়ান রেকর্ড করার জন্য, সে প্রসঙ্গে ঋ-এর জবাব, তাঁর কাছে কোনো ডাক আসেনি। তবে পুলিশের সঙ্গে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত। আপাতত তাঁকে বাদ দেওয়া হয়েছে ভিডিয়ো বউমা থেকে। যার টিআরপি-র সাফল্য উদযাপন করতে, সেদিন মদ্যপান করেছিলেন তিনি। বাদ গিয়েছেন পরিচালক ভিক্টো ও সেদিন মদ্যপানে যোগ দেওয়া স্যান্ডি সাহাও। প্রসঙ্গত, তাঁদের রাত পার্টিতে ছিলেন আরিয়ানও। তবে তিনি নিজের গাড়ির ড্রাইভার নিয়ে যান। আর নিজের গাড়িতেই পার্টি থেকে ফেরেন।