রিচা চাড্ডা, অভিনয় দুনিয়ার এই নামটির সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। অভিনয় দুনিয়া রিচার বহুমুখীপ্রতিভার কথা জানে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের এক অদ্ভুত প্রস্তাবের কথা ফাঁস করেছেন রিচা।
রিচা চাড্ডা জানাচ্ছেন, শুরুর দিকে তাঁর কাছে নাকি হৃত্বিক রোশনের মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব এসেছিল। আর তখন নাকি রিচার বয়স মাত্র ২১। হ্যাঁ, এমনটাই বলেছেন রিচা চাড্ডা।
তাঁর কথায়, ‘হ্যাঁ, তখন আমার বয়স ২১ বছর। কিন্তু কেউ তাকে (কাস্টিং ডিরেক্টরকে) বলেছিল যে আমি বয়স্ক মহিলাদের চরিত্রে দারুণ অভিনয় করি। তাই, কোনওকিছু চিন্তা না করেই তিনি আমাকে হৃত্বিকের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও পরে, যে অভিনেতা আসলে এই চরিত্রে অভিনয় করেছেন তিনি খুব ভাল অভিনেত্রী। তবে আমার মনে হয়েছে তরুণ ও আকর্ষণীয় অভিনেতাদের বয়স্কদের চরিত্রে এভাবে অভিনয় করানোটা ঠিক নয়। এক্ষেত্রে আপনি শুধু একজন তরুণ অভিনেতার অপমান-ই করছেন না, আপনি একজন বয়স্ক অভিনেতার কাজও কেড়ে নিচ্ছেন।'
আরও পড়ুন-'আমি বেঁচে আছি, সুস্থ আছি', মৃত্যুর ভুয়ো খবরে বলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি
প্রসঙ্গত ‘গ্যাংস অফ ওয়াসেপুরে, রিচা চাড্ডা একজন বয়স্ক মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। আর এরপরই রিচাকে হৃতিক রোশনের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। অনুরাগ কাশ্যপের ’গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে অভিনয় প্রসঙ্গে রিচা বলেন, ‘আমি কখনই অনুভব করিনি যে আমাকে আলাদা করা হবে। প্রত্যেকের গল্প ৩০-৪০ বছর এগিয়ে ছিল। আমার উপর কোন স্পটলাইট ছিল না। এটাকে আমাদের ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য বা সমাজের যৌনতা, ওরা এটাকে হাইলাইট করেছিল। সত্যি হল সেই ছবিতে মনোজ বাজপেয়ী, হুমা কুরেশি, পীযূষ মিশ্র, তাঁরা সকলেই বার্ধক্য অতিক্রম করেছিলেন।’