স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা। তাঁর আসন্ন সিনেমা 'স্বতন্ত্র বীর সাভারকর'। যদিও এর আগে ‘সর্বজিৎ’-এর মতো বয়োপিক ছবিতে কাজ করেছেন অভিনেতা। সেই ছবিতে তাঁর বোনের ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি সকলের নজর কেড়েছিল। এই বায়োপিকের স্মৃতি উস্কে বিশেষ কথা বললেন রণদীপ।
প্রায় আট বছর আগে মুক্তি পেয়েছিল ‘সর্বজিৎ’। ছবিতে অভিনয়ের সময় ঐশ্বর্যর সঙ্গে কেমন বন্ধন গড়ে উঠেছিল রণদীপের, সেই নিয়ে সদ্য মুখ খুলেছেন অভিনেতা। সেই ছবির সেটেই ঠিক কেমন দেখেছিলেন রণদীপ ঐশ্বর্যকে? ‘হিউম্য়ানস অফ বম্বে’কে দেওয়া সাক্ষাৎকারে রণদীপ বলেছেন, এক কথায় সে দুর্দান্ত। পেশাগত দিক থেকে পারফেকশনের কোনও অভাবই নেই ঐশ্বর্যর। সময় মতো সমস্ত কাজ দাপটের সঙ্গে করে থাকেন তিনি। অত্যন্ত পারদর্শিতার সঙ্গে সমস্তটা সামলে রাখেন। তবে তাঁর সঙ্গে সেভাবে ঘনিষ্টতা ছিল না। কারণ বেশিরভাগ দৃশ্যই ওর আমার স্ক্রিনস্পেস আলাদা ছিল। কিন্তু যখনই একসঙ্গে কাজ করেছি, ওর সমস্তটা উজাড় করে দিতে দেখেছি ঐশ্বর্যকে। আরও পড়ুন: হাসপাতালে বাসন্তী চট্টোপাধ্যায়, ‘আপনাদের পাশে চাই’, আর্থিক সাহায্য চেয়ে পোস্ট করলেন ভাস্বর
একই সাক্ষাৎকারে ঐশ্বর্যের লুক সম্পর্কেও কথা বলেছেন রণদীপ। অভিনেতা জানিয়েছেন, ঐশ্বর্যের লুক ছিল ভীষণ অবাস্তব। যেহেতু সর্বজিতের বোনের চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য, অভিনেতা বলেছেন প্রকৃত পক্ষে তাঁকে জীর্ন দেখাতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু ঐশ্বর্যের রূপের সঙ্গে তা একেবারেই ছিল উলটো। তাঁকে যতই মেকআপ দেওয়া হোক, অনেক চেষ্টার পরেও রূপ যেন ফেটে পড়ছিল। যদিও ছবিতে অভিনয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নীল নয়না সুন্দরী। ‘সর্বজিৎ’ ছবির পরিচালনা করেছেন ‘মেরি কম’ খ্যাত পরিচালক ওমাং কুমার।
'স্বতন্ত্র বীর সাভারকর' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। এই ছবিতে শুধু মুখ্য ভূমিকায় অভিনয় নয়, পরিচালকের আসনেও রয়েছেন রণদীপ। সাভারকরের স্ত্রীর চরিত্রে অর্থাৎ গল্পের নায়িকার ভূমিকা দেখা মিলবে বিগ বস খ্যাত অঙ্কিতা লোখান্ডের। ২২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি।
এদিতে তাঁর সদ্য ইনস্টায় পোস্ট করা ছবিতে শরীরের হাড় গোনা যাচ্ছে, রোগা-জীর্ণ শরীর। মাথায় টাক, যেন চেনা দায়! সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের এমন ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেতা, যা দেখে শিউরে উঠেছেন নায়কের ভক্তরা। একটি নতুন ইনস্টাগ্রাম পোস্টে, অভিনেতা তার শরীরির রূপান্তরকে হাইলাইট করার জন্য একটি শার্টলেস ছবি পোস্ট করেছেন, যা ভক্তরা তাকে অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের সাথে তুলনা করেছে।
রণদীপ তার ইনস্টাগ্রামে পোস্ট করা সাদা-কালো মিরর সেলফিতে অভিনেতাকে অত্যন্ত পাতলা দেখাচ্ছে। তাকে ওভারসাইজড শর্টস পরতে দেখা যায়। ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, 'কালা পানি'। এর অর্থ এই হতে পারে যে অভিনেতা সেলুলার জেল (কালা পানি) ঘিরে আবর্তিত ছবিতে দৃশ্যে অভিনয়ের সময়কার লুক শেয়ার করেছেন। যদিও এই প্রথম এমন চমকে দেওয়ার মতো শারীরিক পরিবর্তন করলেন রণদীপ এমনটা নয়। এর আগে ‘সরবজিৎ’ হয়ে ওঠতেও প্রচুর পরিমাণে ওজন কমিয়েছিলেন রণদীপ। না-খেয়ে কেটেছিল দিন।