২৪ ফেব্রুয়ারি, ৬২ বছরে পা দিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি। সোমবার সন্ধ্যেয় তাঁর জন্মদিনে ঘটা করে পার্টি রেখেছিলেন পরিচালক। যে পার্টিতে কে না হাজির ছিলেন না। ছিলেন বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' তারকা ভিকি কৌশল, আলিয়া ভাট এবং রণবীর কাপুর সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই।
রণবীর-আলিয়া-ভিকি
বনশালির জন্মদিনের পার্টিতে আলিয়া পরেছিলেন ক্রিম টপ ও ম্যাচিং ট্রাউজার সঙ্গে হিল আর হাতে ছিল একটি ছোট্ট ব্যাগও। রণবীর কাপুরকে এদিন দেখা গেল নীল শার্ট ও সাদা প্যান্টে। ভিকি কৌশল পরেছিলেন কালো ফুল হাতা টি-শার্ট এবং ম্যাচিং প্যান্ট। সঞ্জয়লীলা বনশালি নিজের জন্মদিনের পার্টিতে অকালো কুর্তা ও সাদা পাজামা পরেছিলেন।
এদিন পার্টিতে একই সঙ্গে ঢোকেন বলিউডের 'লাভ বার্ড' রণবীর-আলিয়া। এদিন পার্টিতে ঢোকার সময় রণবীর-আলিয়াকে সামনে পেয়ে ঘিরে ধরেন তাঁর অনুরাগীরা। কয়েকজন মহিলা আলিয়ার হাত ধরেও টানাটানি শুরু করেন। ছিল পাপারাৎজির ভিড়। তবে ভিড়ের মাঝে আলিয়ার হাত ধরে তাঁকে ঠেলাঠেলি থেকে বাঁচিয়ে ভিতরে নিয়ে যান রণবীর। তাঁরা যেন একে অপরের হাতই ছাড়তে চাইছিলেন না। বলা ভালো একে অপরকে এদিন যেন চোখে হারাচ্ছিলেন রণবীর-আলিয়া।
আরও পড়ুন-সাবিত্রীর জন্মদিন উদযাপনে হাজির প্রসেনজিৎ-দেবশ্রী, মুখোমুখি কি হলেন প্রাক্তন দম্পতি?
জন্মদিনের পার্টিতে একসঙ্গে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে দেখা যায় রণবীর-আলিয়াকে। সেখানে বনশালি পৌঁছতেই রণবীর-আলিয়া তাঁকে জড়িয়ে ধরেন। ভিকিও একই পথের পথিক হন। একইসঙ্গে রণবীরকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত, ২০০৭-এ বনশালির 'সাওয়ারিয়া' সিনেমার হাত ধরেই বলিউডে অভিনেতা হিসাবে পা রেখেছিলেন রণবীর কাপুর। তবে তারপর আর এই পরিচালকের সঙ্গে কাজ করেননি তিনি। বহুদিন পর ফের একবার বনশালির সঙ্গে জুটি বাঁধছেন কাপুর পুত্র, এবার তাঁপ সঙ্গে রয়েছেন স্ত্রী আলিয়াও। যদিও আলিয়া এর মাঝে ২০২২-এ ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে বনশালির সাথে জুটি বেঁধেছিলেন। তবে ভিকি কৌশল কখনও এর আগে বনশালির সঙ্গে কাজ করেননি।
২০২৪ সালের জানুয়ারিতে ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিটির। জানা যাচ্ছে, আগামী মাসেই শ্যুটিং শুরু হতে চলেছে এই ছবির।
ভিকি, আলিয়া ও রণবীর
এদিকে কাজের ক্ষেত্রে এই মুহূর্তে সিনেমা হলে চলছে ভিকি কৌশলের ছবি 'ছাবা' যেখানে রয়েছেন অক্ষয় খান্না, রশ্মিকা মান্দানা, ডায়না পেন্টি ও আশুতোষ রানা। যেটি ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৫০ কোটিরও বেশি আয় করে ফেলেছে। অন্যদিকে আলিয়াকে চলতি বছরেই 'আলফা' সিনেমায় আলিয়াকে দেখা যাবে। ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। আর রণবীর গত বছরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’ সিনে দুনিয়ার চর্চার অন্যতম বিষয়বস্তু। নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এর রামও হয়েছেন তিনি।