গতকাল পাপারাৎজিদের সঙ্গে আলিয়ার জন্মদিন উদযাপন করেছিলেন রণবীর কাপুর। কেক কেটে, একসঙ্গে ছবি তুলে দিনটি হৈ হৈ করে কাটান রণবীর। তবে শুধু মজা নয়, সংবাদমাধ্যমের সামনে বেশ কয়েকটি বিষয় নিয়েও কথা বলতে শোনা যায় রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে।
আগামী ১৫ মার্চ আলিয়ার জন্মদিন। স্ত্রীর জন্মদিনের দুদিন আগে থেকেই জন্মদিনের সেলিব্রেশন শুরু করে দিয়েছেন রণবীর। পাপারাৎজিদের সঙ্গে কেক কাটার পর তাঁরা পরবর্তী সেলিব্রেশনের জন্য চলে গিয়েছিলেন আলিবাগ, যদিও আজ সকালে অয়নের বাবার মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি মুম্বই ফিরে এসেছেন রণবীর-আলিয়া।
আরও পড়ুন: অরিজিৎ-এর বাইক আটকে রং মাখিয়ে ভূত করলেন এরা কারা? জিয়াগঞ্জের রাস্তায় ঠিক কী ঘটল?
গতকাল জন্মদিন সেলিব্রেশন করার পাশাপাশি পাপারাৎজিদের সম্মুখীন হয়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তারকা জুটিকে। প্রথমত, ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রণবীর বলেন, ‘আর কিছুদিনের মধ্যেই অয়ন এই সিনেমার কাজ শুরু করে দেবেন। বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন অয়ন। ‘ওয়ার ২’ মুক্তি পেলেই ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার কাজ শুরু হয়ে যাবে।’
এই দিন আরও একবার তোলা হয় রাহার ছবি তোলার প্রসঙ্গ। সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতী হানা দেওয়ার পর থেকেই মেয়ের ছবি সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া ও রণবীর। বারবার সবাইকে অনুরোধ করেছিলেন, মেয়ের ছবি না তুলতে।
আলিয়ার বার্থডে সেলিব্রেশনের দিন মেয়ের ছবি তোলার প্রসঙ্গ উঠলে রণবীর বলেন, ‘আপনাদের বারবার অনুরোধ করছি দয়া করে আপনারা মেয়ের ছবি তুলবেন না।’ রণবীর আরও কিছু বলতে যাচ্ছিলেন তখন আলিয়া বলেন, ‘ছবি তুলুন তাতে আপত্তি নেই তাহলে একটা কাজ করুন সেই ছবি পোস্ট করবেন না। যদি পোস্ট করেও থাকেন, তাহলে অন্তত একটি হার্ট ইমোজি বা অন্য কোনও ইমোজি দিয়ে দেবেন মুখের ওপর।’
আরও পড়ুন: নতুন নায়ক হয়ে 'গৃহপ্রবেশ' সপ্তর্ষির? আর কি কখনও এক হতে পারবে আদৃত-শুভলক্ষ্মী!
সইফ হামলার পর করিনা কাপুর খানকে বারবার পাপারাৎজিদের অনুরোধ করতে শোনা যায় ব্যাক্তিগত ছবি না তোলার জন্য। তৈমুর এবং জেহ- এর ছবি তুলতে বারবার মানা করতে শোনা গিয়েছিল নবাব পত্নীকে। করিনার মতোই এবার একই কথা বলতে শোনা গেল আলিয়াকে। বোঝাই যাচ্ছে, একটি ঘটনা গোটা পরিবারকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। তাঁরা প্রত্যেকে সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীষণ উৎকণ্ঠায় রয়েছেন।