৭ বছর পর ফের আইআরএস অফিসারের ভূমিকায় ফিরতে চলেছেন অজয় দেবগন। তবে এবার তিনি লড়াই করবেন রীতেশ দেশমুখের বিরুদ্ধে। এবারের লড়াই আরও জোরদার, আরও চমকপ্রদ। আগামী ১ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রেইড ২’। সিনেমা মুক্তির আগেই সিনেমার ট্রেলার দেখে বেশ খুশি দর্শকরা।
রেইড ২ ট্রেলার
মঙ্গলবার মুম্বইয়ে সিনেমার টিম সদস্যদের উপস্থিতিতে মুক্তি পেয়েছে ‘রেইড ২’ ট্রেলার। ট্রেলারের প্রথমেই দেখানো হচ্ছে, ৭ বছর পর ফের নতুন কেস নিয়ে ফিরেছেন অজয় ওরফে অময় পট্টনায়ক। গ্রামের কোনও এক হেবিওয়েট নেতার বাড়িতে রেইড করতে এসেছেন তিনি।
আরও পড়ুন: 'দয়া করে সিট বেল্ট...', স্ত্রীর দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দিলেন সোনু
আরও পড়ুন: জন্মদিনে বিজয়ের সঙ্গেই ছিলেন রশ্মিকা! দুজনের ছবিতে রয়েছে এই মিলগুলো, আপনি পারলেন ধরতে?
অজয়কে প্রথমে ঢুকতে দেওয়া হয় না কিন্তু তারপর যখন দেখা যায় অজয়ের পেছনে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো সরকারি কর্মচারী, তখন বাধ্য হয়ে দরজা খুলে দেন রীতেশের কর্মচারীরা। রীতেশ একজন শক্তিশালী রাজনীতিবিদ, যিনি বাড়িতেই কালো টাকা লুকিয়ে রেখেছেন বলে দাবি করেন অজয়। কিন্তু হাজার চেষ্টা করেও সেই টাকা উদ্ধার করা যায় না।
সিনেমার টুইস্ট আসে সেখানে যেখানে রীতেশ নিজেকে পরিচয় দেন সৌরভ শুক্লার ভাইপো হিসাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ৭ বছর আগে যে বাড়িতে অজয় ‘রেইড’ করেছিলেন, সেটি রীতেশের কাকার বাড়ি। সিনেমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সৌরভ শুক্লাকেও, সেটাও স্পষ্ট ট্রেলার দেখে।
ট্রেলার দেখে আরও বোঝা যায়, রীতেশের বাড়িতে ৭৫ তম রেইড করতে চলেছেন অজয়, যার ফলে একাধিকবার তাঁকে ট্রান্সফার নিতে হয়। কিন্তু তাও তিনি দমে যাওয়ার পাত্র নন। সিনেমায় অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাণী কাপুর।
ট্রেলারের শেষে দেখা যায়, রীতেশের সঙ্গে ঘাত-প্রতিঘাত চলতে চলতে অজয় সবশেষে একটি চক্রব্যূহ তৈরি করার উল্লেখ করেন। চক্রব্যূহ তৈরি করার কথা শুনে যখন রীতেশ অজয়কে বলেন, ‘তুমি কি পান্ডব?’ উত্তরে অজয় বলেন, ‘শুধু পান্ডব নয়, এবার পুরো মহাভারত নিয়ে আসছি আমি।’
আরও পড়ুন: রানির ফিরিয়ে দেওয়া ৮ সিনেমা, যেগুলি মুক্তির পরই হয়ে যায় ব্লকবাস্টার
আরও পড়ুন: ভালো অভিনয় থেকে দুর্দান্ত গল্প, সব থাকা সত্ত্বেও কাজলের এই ১০টি সিনেমা ছিল ফ্লপ
অজয় এবং রীতেশের এই অনবদ্য মেলবন্ধন দেখে ইতিমধ্যেই বেশ খুশি হয়েছেন ভক্তরা। কমেডি চরিত্রের থেকে রীতেশকে এখন খলনায়কের চরিত্রে বেশি ভালো লাগে বলে দাবী করেছেন ভক্তরা। একটি সিনেমায় নায়ক এবং খলনায়ক যখন দুজনেই সুপারস্টার হন, তখন সেই সিনেমাকে বক্স অফিসে হিট হতে আর কে আটকাতে পারে!