অনেকেরই দাবি, প্রোপাগন্ডা ভিত্তিক ছবি বানানো হচ্ছে বলিউডে। সত্যিই কি তাই বর্তমানে দেশের সিনেমা জগতের পরিস্থিতি? এই প্রশ্নকেই উসকে দিল প্রযোজক সন্দীপ সিং-এর নেওয়া পদক্ষেপ। মাইসুরু-র খ্যাতমান রাজা টিপু সুলতানের উপর ছবি বানানোর কথা ছিল তাঁর, তবে এবার ঘোষণা করে দিলেন যে সে পরিকল্পনা তিনি স্থগিত করছেন। আর কারণ হিসেবে জানিয়েছেন, তাঁর পরিবার এবং বন্ধুরা টিপুর অনুসারীদের কাছ থেকে ক্রমাগত হুমকি পাচ্ছেন।
সোমবার সন্দীপ সিং টুইটারে জানিয়ে দেন টিপু সুলতানকে নিয়ে আপাতত সিনেমা বানানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। লেখেন, ‘হযরত টিপু সুলতানকে নিয়ে সিনেমা হবে না। আমার সহকর্মী ভাই ও বোনদের, আমার পরিবার-বন্ধুবান্ধব এবং আমাকে হুমকি দেওয়া বা গালি দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। অনিচ্ছাকৃতভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এটা করা আমার উদ্দেশ্য ছিল না, কারণ আমি দৃঢ়ভাবে সমস্ত বিশ্বাসকে সম্মান করি। ভারতীয় হিসাবে আসুন আমরা একতাবদ্ধ হই এবং একে-অপরকে সম্মান করি।’
কেন তৈরি হল বিতর্ক?
সন্দীপ যখন টিপু সুলতানের উপর চলচ্চিত্রের ঘোষণা করেছিল, তখন তিনি একটি বিবৃতি জারি করেছিলেন যাতে লেখা ছিল--
‘এটি এমন সিনেমা যা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমার চলচ্চিত্র সত্যের পক্ষে দাঁড়িয়েছে... আমাদের ইতিহাসের পাঠ্যপুস্তকে তাঁকে একজন সাহসী যোদ্ধা দেখিয়ে আমাদের মগজ ধোলাই করা হয়েছিল। কেউই তাঁর নৃশংস দিকটি জানে না। আমি ভবিষ্যত প্রজন্মের জন্য তাঁর অন্ধকার দিকটি প্রকাশ করতে চাই।’
পবন শর্মা, যিনি ছবিটি পরিচালনা করতে চলেছেন, তিনি সেই সময় বলেছিলেন, ‘টিপু সুলতান সম্পর্কে আমাদের স্কুলে যা শেখানো হয় তা চরম ভুল তথ্য। একজন ধর্মান্ধ রাজা হিসাবে তাঁর বাস্তবতা জানতে পেরে আমি হতবাক এবং হতাশ হয়ে পড়েছিলাম। আমার চলচ্চিত্রের মাধ্যমে আমি সাহসী পদক্ষেপ নিতে চলেছি সবার সামনে তুলে ধরার যে একজন সাহসী যোদ্ধা হিসেবে তাঁকে দেখানো কতটা মগজধোলাই ছিল।’
টিপু সুলতানের সহ-প্রযোজনা করার কথা ছিল সন্দীপ, ইরোস ইন্টারন্যাশনাল এবং রশ্মি শর্মা ফিল্মসের। এটি হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল এবং মালায়লাম ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল। মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে ছবিটি ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত, সন্দীপ সিং এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক (২০১৯) তৈরি করেছেন।