Dalljiet Kaur: ‘আরও সুন্দর স্মৃতির অপেক্ষায়’, দ্বিতীয় স্বামীর সঙ্গে কেনিয়া শিফট করলেন দলজিৎ
Updated: 26 Mar 2023, 03:54 PM IST Priyanka Bose 26 Mar 2023 দলজিৎ কৌর, দ্বিতীয় স্বামী, কেনিয়া, নিখিল প্যাটেল, Dalljiet Kaur, actress, Dalljiet Kaur Marriageদ্বিতীয় স্বামী নিখিলের সঙ্গে কেনিয়া শিফট করলেন পঞ্... more
দ্বিতীয় স্বামী নিখিলের সঙ্গে কেনিয়া শিফট করলেন পঞ্জাবি অভিনেত্রী দলজিৎ কৌর। স্বামীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করে নতুন খবর জানালেন অভিনেত্রী। সন্তানদের সঙ্গে নিয়েই বিদেশে থাকতে শুরু করলেন-
উল্লেখ্য, ২০০৬ সালের টিভি শো ‘কুলবধু’-তে কাজ করার সময় প্রথম দেখা হয়েছিল শালিন আর দলজিতের। তিন বছর পর ২০০৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা। শালিনের বিরুদ্ধে মারধর-সহ একাধিক অভিযোগ তুলে ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন দলজিৎ।
পরবর্তী ফটো গ্যালারি