76th Cannes Film Festival: কেন কান চলচ্চিত্র উৎসবে বারবার যান বলিউড অভিনেত্রীরা? রয়েছে এক বিশেষ কারণ
Updated: 16 May 2023, 06:35 PM IST Priyanka Bose 16 May 2023 কান ফিল্ম ফেস্টিভ্যাল, কান চলচ্চিত্র উৎসব, বারতীয় অভিনেত্রীরা, কেন অংশগ্রহণ করেন, ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, 76th Cannes Film Festival, Indian Actorsকান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলেই সেখান থেকে শেয়ার করা হয় রেড কার্পেটের ছবি। রেড কার্পেটে মুগ্ধতা ছড়াতে দেখা যাবে ভারতীয় অভিনেত্রীদের। ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। বলিউড অভিনেত্রীরা কেন কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন জানেন?
পরবর্তী ফটো গ্যালারি