Parambrata-Piya Reception: পরম-পিয়ার 'বড়দিন', তারকা দম্পতির রিসেপশনে হাজির টলিপাড়া, কে কে ছিলেন?
Updated: 25 Dec 2023, 11:17 AM IST Ranita Goswami 25 Dec 2023 Tollywood, Entertainment, Parambrata Chatterjee, Piya Chakraborty, Parambrata-PiyaParambrata-Piya Reception, পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, পরম-পিয়া রিসেপশন, পরমব্রত-পিয়াপরমব্রত-পিয়ার রিসেপশনের অন্দরের ছবি ফাঁস হয়েছে ইতিমধ্যেই। বিয়ের পর রিসেপশনেও একদম ছিমছাম অথচ এলিগেন্ট লুকে দেখা গিয়েছে পিয়াকে। সাটিনের নীল রঙা ওয়ানপিস ড্রেসে দেখা মিলল পরম ঘরণীর। একদম ছিমছাম সাজ। খোলা চুলে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। বউয়ের সঙ্গে মিল রেখে শার্ট আর কালো ব্লেজারে পাওয়া গেল পরমব্রতকে।
পরবর্তী ফটো গ্যালারি