1 মিনিটে পড়ুন Updated: 10 Aug 2023, 11:28 AM ISTSubhasmita Kanji
Oh Lovely Trailer: মুক্তি পেল ‘ওহ লাভলি’ ছবির ট্রেলার। নিখাদ প্রেমের ছবি এটি। বড়লোক মেয়ের প্রেমে পড়েছে গ্রামের চাষির ছেলে। এবার? কী হবে ওদের প্রেম কাহিনির?
ওহ লাভলির ট্রেলার ইঙ্গিত দিল কীসের?
বাবার চাষাবাদ, ব্যবসা ফেলে শহরে চাকরির সন্ধানে এসেছে গ্রামের ছেলে রিক। এখানে এসেই প্রেমে পড়ে বড়লোক বাড়ির মেয়ে রাজনন্দিনীর। এদিকে মেয়েটিও চাকরির চেষ্টা করছে প্রাণপণ দিয়ে, নইলে তাঁকে দুবাইয়ের এক বড়লোক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে বাড়ি থেকে। এমন সময় তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মানে প্রথম দিন ইন্টারভিউ দিতে গিয়েই আলাপ তারপরই প্রেম। ওই যাকে টুরু লাভ বলে আর কী! কিন্তু প্রেমে পড়লেও চাকরি জোটাতে পারে না রিক। পারে না বাবা মাকে সম্পর্কের কথা বলতেও। এদিকে নায়িকা বেঁকে বসেন। তিনি সাফ সাফ জানিয়ে দেন যে তিনি পালিয়ে বিয়ে করবেন না। পান পাতা সরিয়ে গোটা শ্বশুরবাড়ির লোককে দেখবে তিনি, তবেই বিয়ে করবে।
এরপরই দেখা যায় মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে, তাও অন্য ছেলের সঙ্গে এবার? মদন মিত্র কি তাঁদের সাহায্য করবেন নাকি ব্যাঘাত ঘটাবেন প্রেমে? সবটারই উত্তর মিলবে ‘ওহ লাভলি’ ছবিতে।
এই ‘ওহ লাভলি’ ছবির হাত ধরেই মদন মিত্র ডেবিউ করতে চলেছেন বড় পর্দায়। রাজনন্দিনী পাল ওয়েব মাধ্যমের পরিচিত মুখ হলেও এটাও তাঁর প্রথম ছবি। অন্যদিকে ছবির প্রধান পুরুষ চরিত্রে থাকা রিকও এই ছবির হাত ধরেই পা রাখছেন বড় পর্দায়। আগামী ২৫ অগাস্ট মুক্তি পাচ্ছে হরনাথ চক্রবর্তী পরিচালিত ওহ লাভলি।
এই ছবিতে মদন মিত্র, রাজনন্দিনী, রিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, প্রমুখ। ‘ওহ লাভলি’ ছবিটির প্রযোজনা করেছেন সন্দীপ সাথী। এটি একটি আদ্যোপান্ত রোম্যান্টিক কমেডি ঘরানার মশলাদার বাংলা ছবি।
ছবির ট্রেলারের পরতে পরতে ধরা পড়েছে কলকাতার বিভিন্ন প্রান্ত। বাগবাজার থেকে প্রিন্সেপ ঘাট, ময়দান থেকে স্ট্র্যান্ড রোড, নন্দন, ট্রাম চড়া সহ সবই আছে। নির্ভেজাল এই প্রেমের ছবির ট্রেলার দেখে মুগ্ধ সবাই।