Pushpa 2 box Office day 28 vs Baby John box office day 8: পুষ্পা জ্বর ২০২৫ সালেও অব্যাহত! গত মাসে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আল্লু অর্জুন অভিনীত ছবিটি চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে তার স্বপ্নের দৌড় অব্যাহত রেখেছে। পুষ্পা ২ এখনও পর্যন্ত বক্স অফিসে ১১৮৪ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে।
পুষ্পা ২ বক্স অফিস আপডেট
Sacnilk.com-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, পুষ্পা ২ তার ২৯তম দিনে বক্স অফিসে বৃদ্ধি দেখিয়েছে, যা নববর্ষের প্রাক্কালে উদযাপনের কারণে ছুটির দিন ছিল। আর এদিন তৃতীয় বুধবারে ১৩.১ কোটি টাকা আয় করে ছবিটি। গত দু'দিন যদিও পুষ্পা ২ সিঙ্গেল ডিজিটের সংখ্যায় আটকে ছিল।
আরও পড়ুন: এটা কার্তিক আরিয়ান, নাকি কোনও ‘হামসকল’! ২০২৫-এর প্রথম দিনে দাড়িওয়ালা লুকে চমকাল সকলে
সব মিলিয়ে এখন মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৮৪.৬৫ কোটি টাকা। পুষ্পা ২ একটি বিশাল উদ্বোধনী সপ্তাহান্তের পর প্রথম সপ্তাহে ৭২৫.৮ কোটি টাকা সংগ্রহ করেছিল। দ্বিতীয় সপ্তাহটিও ছিল বিশাল, মোট আয় ছিল ২৬৪.৮ কোটি। তৃতীয় সপ্তাহে পুষ্পা ২ সংগ্রহ করে ১২৯.৫ কোটি টাকা।
আরও পড়ুন: ‘এত নেগেটিভিটি…’, কেন দীপঙ্করকে বিয়ের খবর ১ বছর লুকোলেন অহনা! মাকে জানিয়েছিলেন, জবাব ‘মিশকা’র
ছবিতে পুষ্পা রাজের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন, তাঁর স্ত্রী শ্রীবল্লির চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা এবং তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী এসপি ভানওয়ার সিং শেকাওয়াতের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ। ইতিমধ্যেই ছবির সিক্যুয়েল 'পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ'-এর নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: আর ছোট্টটি নেই তারক মেহতা-র সোনু! বিয়ে করে নিলেন ঝিল মেহতা, এখন কী করেন তিনি, কী পরিচয় বরের
বেবি জন বক্স অফিস আপডেট
Sacnilk.com-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, বেবি জন মুক্তির অষ্টম দিনে প্রাথমিক অনুমান অনুসারে ২.৮৭ কোটি টাকা আয় করেছে। শুরু থেকেই বক্স অফিসে ঝিমিয়ে রয়েছে অ্যাটলি প্রযোজিত ও বরুণ ধাওয়ান অভিনীত সিনেমাটি।
মুক্তির প্রথম দিনেই বেবি জন সংগ্রহ করে ১১.২৫ কোটি টাকা। যা এখনও পর্যন্ত ছবিটির জন্য একদিনে সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় দিনের পর থেকে এটি ক্রমশ কমতে থাকেএবং সপ্তাহান্তেও খুব বেশি উন্নতি দেখায়নি। সব মিলিয়ে পুষ্পা ২-র মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৫.৫২ কোটি টাকা।