Monali Thakur's Mother Died: 'আমায় উড়তে শিখিয়েছিলে, তুমিই উড়ে গেলে… মা', স্মৃতির গলিতে নেমে মোনালি ঠাকুরের চোখে জল
Updated: 18 May 2024, 11:21 AM IST Ranita Goswami 18 May 2024 Monali Thakur, Monali Thakur's Mother Died, Singer Monali Thakur, Monali Thakur's Mother, Shakti Thakur, Shakti Thakur's Daughter, মোনালি ঠাকুর, মোনালি ঠাকুরের মা, মোনালি ঠাকুরের মায়ের মৃত্যুছোটবেলা এবং মা, সে স্মৃতিতে সুখের সঙ্গে ঘিরে থাকে এক অদ্ভুত নিরাপত্তার চাদর। তবে ছোটবেলা সেই নিরাপত্তার আঁচলে ঘিরে রাখা মা-ই যখন সন্তানকে ছেড়ে চলে যান, সেদিন তাঁর সন্তানরা যেন বড় একাকী। আর এই মুহূর্তে যেন সেই একাকীত্বই ঘিরে ধরেছে অভিনেত্রী, গায়িকা মোনালি ঠাকুরকে।
পরবর্তী ফটো গ্যালারি